আগরতলা, ১৭ মার্চ : শুক্রবার বিধানসভায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিলেন তিপ্রামথা দলের ১৩ জন বিধায়ক। সংগে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন প্রোটেম স্পিকার বিনয় ভুষণ দাস বিধানসভা কেন্দ্রের তালিকা অনুযায়ী একে একে তিপ্রামথা ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে মন্ত্র গুপ্তির সম্পদ বাক্য পাঠ করান ।
প্রোটেম স্পিকার প্রথমেই শপথ বাক্য পাঠ করান, ১- সিমনা (এসটি) বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বৃষকেতু দেববর্মাকে এবং এরপর একে একে শপথ বাক্য পাঠ করান, ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, ১১ মান্দাইবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রের স্বপ্না দেববর্মা, ১২-টাকারজলা (এসটি) বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ কলই, ১৭- গোলামটি (এসটি) বিধানসভা কেন্দ্রের মানব দেববর্মা, ১৯-চড়িলাম (এসটি) বিধানসভা কেন্দ্রের সুবোধ দেববর্মা, ২৪-রামচন্দ্রঘাট (এসটি) বিধানসভা কেন্দ্রের রঞ্জিত দেববর্মা, ২৬-আশারামবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রের অনিমেষ দেববর্মা, ৪১- অম্পিনগর (এসটি) বিধানসভা কেন্দ্রের পাঠানলাল জমাতিয়া, ৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্রের সঞ্জয় মানিক ত্রিপুরা, ৪৪- রাইমাভ্যালি (এসটি) বিধানসভা কেন্দ্রের নন্দিতা দেববর্মা (রিয়াৎ), ৪৭- আমবাসা (এসটি) বিধানসভা কেন্দ্রের চিত্তরঞ্জন দেববর্মা, ৪৮-করমছড়া (এসটি) বিধানসভা কেন্দ্রের পল পাংশু এবং ৬০-কাঞ্চনপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে তিপরা মথা পার্টির নবনির্বাচিত বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে।
বিধানসভায় এদিন উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের সুপ্রিমাও মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরা। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন, রাজ্যের সকল অংশের মানুষের স্বার্থে তাঁর দল বিধানসভায় গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন