আগরতলা,১৬ মার্চ : বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সুচী অনুযায়ী বিধানসভায় শপথ নিলেন ৪৪ জন নবনির্বাচিত বিধায়ক। এই ৪৪ জনের মধ্যে ৩০ জন বিজেপির বিধায়ক। একজন আইপিএফটি বিধায়ক, দুইজন কংগ্রেসের বিধায়ক, এগারোজন সিপিআই (এম) দলের বিধায়ক। প্রোটেম স্পীকার বিনয় ভূষণ দাস আগেই শপথ নিয়েছেন। বিজেপি এবং কংগ্রেসের বিধায়করা এদিন বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহন করলেও, সিপিআই (এম) দলের বিধায়করা শপথ নিয়েছে প্রোটেম স্পিকারের অফিস কক্ষে।
বিধানসভার অধিবেশন কক্ষে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা শপথ নিলেন, ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রের রতনলাল নাথ, ৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রের রতন চক্রবর্তী, ৭- রামনগর বিধানসভা কেন্দ্রের সুরজিৎ দত্ত, ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ডা. মানিক সাহা, ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের সুশান্ত চৌধুরী, ১৪-বাধারঘাট (এসসি) বিধানসভা কেন্দ্রের মিনা রাণী সরকার, ১৫-কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তরা সরকার দেব, ১৬- বিশালগড় বিধানসভা কেন্দ্রের সুশান্ত দেব, ১৮- সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের রামপ্রসাদ পাল, ২১-নলছড় (এসসি) বিধানসভা কেন্দ্রের কিশোর বর্মণ, ২৭-কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের পিনাকী দাস চৌধুরী, ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের কল্যাণী রায়, ২৯-কৃষ্ণপুর (এসটি) বিধানসভা কেন্দ্রের বিকাশ দেববর্মা, ৩০-বাগমা (এসটি) বিধানসভা কেন্দ্রের রামপদ জমাতিয়া, ৩১-রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের প্রণজিৎ সিংহরায়, ৩২- মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অভিষেক দেবরায়, ৩৩-কাকড়াবন-শালগড়া (এসসি) বিধানসভা কেন্দ্রের জিতেন্দ্র মজুমদার, ৩৪-রাজনগর (এসসি) বিধানসভা প্রার্থী স্বপ্না মজুমদার, ৩৮- শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রের প্রমোদ রিয়াৎ, ৩৯-মনু (এসটি) বিধানসভা কেন্দ্রের মাইলায়ু মগ, ৪২- অমরপুর বিধানসভা কেন্দ্রের রঞ্জিত দাস, ৪৫-কমলপুর বিধানসভা কেন্দ্রের মনোজ কান্তি দেব, ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রের স্বপ্না দাস পাল, ৪৯-ছামনু (এসটি) বিধানসভা কেন্দ্রের শম্ভুলাল চাকমা, ৫০- পাবিয়াছড়া (এসসি) বিধানসভা কেন্দ্রের ভগবান চন্দ্র দাস, ৫১-ফটিকরায় (এসসি) বিধানসভা কেন্দ্রের সুধাংশু দাস, ৫২-চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের টিংকু রায়, ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রের যাদবলাল দেবনাথ, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিশ্ববন্ধু সেন, ৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিনয়ভূষণ দাস ও ৫১-পেঁচারফল (এসটি) বিধানসভা কেন্দ্রের সান্ত্বনা চাকমা। ৩৮-জোলাইবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে শুক্লা চরণ নোয়াতিয়া ।
উল্লেখযোগ্য, বিষয় হচ্ছে এদিন নির্ধারিত সময় ও সুচী অনুযায়ী কংগ্রেস দলের দুই বিধায়ক কৈলাশহরের বীরজিত সিনহা এবং বনমালীপুরের গোপাল রায় শপথ নিলেও, এদিন শপথ নিতে আসেননি কংগ্রেস দলের অপর বিধায়ক ৬ আগরতলার সুদীপ রায় বর্মন। কেন তিনি শপথ নিতে আসেননি এই ব্যপারে কেউ কিছু জানেন না। তিনি যে শপথ নিতে আসবেননা এই বিষয়ে প্রোটেম স্পিকারকে কিছু জানানোও নাকি হয়নি ।
এদিন প্রোটেম স্পিকার বিনয় ভুষণ দাসের কক্ষে শপথ গ্রহণ করেন সিপিআইএম দলের ১১ জন বিধায়। একে একে শপথ গ্রহণ করেন, ৩- বামুটিয়া (এসসি) বিধানসভা কেন্দ্রের নয়ন সরকার, ৪- বড়জলা (এসসি) বিধানসভা কেন্দ্রের সুদীপ সরকার, ১৩-প্রতাপগড় (এসসি) বিধানসভা কেন্দ্রের রামু দাস, ২০- বক্সনগর বিধানসভা কেন্দ্রের শামসুল হক, ২২- সোনামুড়া বিধানসভা কেন্দ্রের শ্যামল চক্রবর্তী, ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের নির্মল বিশ্বাস, ৩৫-বিলোনীয়া বিধানসভা কেন্দ্রের দীপঙ্কর সেন, ৩৭-ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অশোক চন্দ্র মিত্র, ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের জিতেন্দ্র চৌধুরী, ৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের ইসলাম উদ্দিন ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের শৈলেন্দ্র চন্দ্র নাথ।
৬০ সদস্যের বিধানসভায় বৃহস্পতিবার শপথ নিয়েছেন মোট ৪৪ জন বিধায়ক। শপথ নেওয়ার বাকি আছে আরও ১৪ জন বিধায়ক। এদের মধ্যে ১৩ জন তিপ্রামথার, একজন কংগ্রেসের। ধনপুরের বিধায়ক প্রতিমা ভৌমিক পদত্যাগ করেছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন না হওয়া পর্যন্ত বিধানসভার সদস্য সংখ্যা থাকবে ৫৯ জন।
বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সিপিআইএম দলের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, "আজ (১৬ই মার্চ,২০২৩ ইং) দুপুরে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য দপ্তরে সি পি আই (এম) পরিষদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ১১ জন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সি পি আই (এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার এবং রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তপন চক্রবর্তী ও রতন ভৌমিক। উক্ত সভা থেকে জীতেন্দ্র চৌধুরী এবং শ্যামল চক্রবর্তী সর্ব সম্মতিক্রমে যথাক্রমে পরিষদীয় দলের নেতা ও সহকারী নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন।" একই সাথে খোয়াই কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত বিধায়ক নির্মল বিশ্বাস সচেতকের ভূমিকা পালন করবেন বলেও জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন