Tripura Legislative Assembly : ৩২-১৪ ভোটের ব্যবধানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Legislative Assembly : ৩২-১৪ ভোটের ব্যবধানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন

Share This

 


আগরতলা, ২৪ মার্চ : শাসক বিজেপি আইপিএফটি জোটের প্রার্থী বিশ্ববন্ধু সেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনেই আজ অধ্যক্ষ পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্য বিধানসভার সচিব বি পি কর্মকার। গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেন বিরুধী ত্রিদলীয় জোটের প্রার্থী ভারতীয় জাতীয় কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়কে পরাজিত করেন। ৪৬টি বৈধ ভোটের মধ্যে বিধায়ক বিশ্ববন্ধু সেন পান ৩২টি ভোট এবং বিধায়ক গোপাল চন্দ্র রায় পান ১৪টি ভোট। ভোটগ্রহণ পর্ব শেষে প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস বিশ্ববন্ধু সেনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

 

অধ্যক্ষ নির্বাচিত হবার পর বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ হিসেবে তাঁকে নির্বাচিত করায় বিধানসভার সদস্য, সদস্যাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। সভা পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, পরিষদীয় গণতন্ত্রে এই পদটি খুবই গৌরবময় এবং ঐতিহ্যমন্ডিত। এই পদের ঐতিহ্য বজায় রাখতে সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করে তিনি বলেন, সভা পরিচালনার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা আইনানুযায়ী সমস্ত কিছু বিচার বিবেচনা করেই নেওয়া হবে। কোন ব্যক্তি বিশেষ বা দলের দ্বারা প্রভাবিত হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবেনা। সব কিছুর উর্দ্ধে ওঠে পরিষদীয় গণতন্ত্র অক্ষুন্ন রাখার লক্ষ্যে তিনি তাঁর দায়িত্ব পালন করবেন।


অধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আইনসভা সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত মর্যাদাপূর্ণ পীঠস্থান। আইনসভা পরিচালনার কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেন অধ্যক্ষ। তবে বিধানসভার অধিবেশন মসৃণভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সবার দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রে শাসক, বিরোধী সমস্ত পক্ষ থাকবে এটাই স্বাভাবিক। বিরোধীদের গঠনমূলক আলোচনা, সমালোচনার মধ্য দিয়ে অধ্যক্ষ সভার কাজ সুচারুভাবে সম্পন্ন করে থাকেন। রাজ্যবাসীর সার্বিক উন্নয়ন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। সবাইকে নিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে অধ্যক্ষ সভার কাজ পরিচালনা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। সভার কাজ পরিচালনার ক্ষেত্রে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে অধ্যক্ষকে সমস্ত সহযোগিতা করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। দীর্ঘ সংসদীয় রাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববন্ধু সেন ত্রয়োদশ বিধানসভার পরিচালনার কাজ অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন করবেন বলে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আশা প্রকাশ করেছেন। বিশ্ববন্ধু সেনকে অধ্যক্ষ হিসেবে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যবাসীর সার্বিক স্বার্থে সভায় আলোচনা হবে এটাই সবাই প্রত্যাশা করেন।


 প্রবীন রাজনীতিবিদ বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ হিসাবে নির্ধারিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে সিপিআই (এম) বিধায়ক জীতেন্দ্র চৌধুরী আগামী পাঁচ বছর সভায় অবহেলিত অংশের মানুষের হয়ে যারা কথা বলবেন তাদের কথা বলার সমান সুযোগ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন। ভারতের জাতীয় কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় নবনির্বাচিত অধ্যক্ষ পক্ষপাতের উর্দ্ধে ওঠে সভা পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন।




Assembly Speaker Election : বিশ্ববন্ধু ও গোপালের মুখোমুখি লড়াই, তিপ্রামথার পাল্টিতে পাল্লা ভারী বিশ্ববন্ধুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad