আগরতলা, ২০ এপ্রিল : বেপরোয়া যান দূর্ঘটনার শিকার দুই কিশোর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ নাগাদ বক্সনগর- বিশালগড় রোডের মানিক্য নগর এলাকায়। একটি স্করপিও গাড়ির সাথে একটি পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।বাইকের নম্বর হল TR-07-7780। আর গাড়িটি নতুন হওযায় ভেহিকেল থেকে এখনো নম্বর লাগেনি। জানা গেছে গাড়ির মালিক মধ্য বক্সনগর এলাকার আলেক হোসেন পিতা আব্দুল খালেক। ঘটনাস্তলে রিয়াদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে জিবি নেওয়ার সময় রাফি চৌধুরী নামে আরেকজন মারা যায়। দুই জনেই বাইকে ছিলো।
এদিকে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বি এস এফ জওয়ানের। ঘটনা বুধবার রাতে আমবাসা রেলস্টেশনে । মৃত জওয়ানের নাম রাকেশ কুমার, বয়স ৪৫ । বাড়ি জম্মু কাশ্মীরে । বিএসএফ ১৯২ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি। রেল থেকে মালপত্র নিয়ে নামার সময় আচমকা পড়ে যান। তাঁর দুটো পা আটকে যায়। ওই সময় রেলও চলতে শুরু করে। এতে তাঁর দুটো পা মারাত্মক ভাবে জখম প্রাপ্ত হয়। রেল চলে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। ঘটনা জানাজানি হতেই জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন