আগরতলা, ১৮ এপ্রিল : আমবাসা থেকে চুরি হওয়া চারটি বাইক অমরপুর থেকে উদ্ধার করলো পুলিশ। সেইসাথে তিন বাইক চোরকে গ্রেপ্তার করত সক্ষম হয়েছে বীরগঞ্জ ও আমবাসা থানার পুলিশ। ধৃতদের নাম শিবজয় রিয়াং, প্রসেনজিত দেববর্মা এবং বিশ্বশক্তি জমাতিয়া। তারা প্রত্যেকেই নেশা আসক্ত বলে এলাকাবাসীর বক্তব্য।
জানা গেছে আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মার নেতৃত্বে আরক্ষা কর্মীরা অমরপুরে এসে বীরগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সোমবার রাতভর বীরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। আরক্ষা কর্মীরা মহকুমার কুড়মা ভিলেজের কাঞ্চন ছাড়ার শিবজয় রিয়াংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বাইক উদ্ধার করে। পরে তাকে আটক করে এবং শিবজয়ের বাড়ি থেকেই কুখ্যাত বাইক চোর গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়ার বাসিন্দা প্রসেনজিত দেববর্মাকে গ্রেপ্তার করে। উভয় বাইক চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারী পুলিশ অফিসাররা মহকুমার গামাকো বাড়ির বিশ্বশক্তি জমাতিয়ার বাড়িতে হানা দিয়ে আরো একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পরে তিন বাইক চোরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মহকুমার তিনঘরিয়া ভিলেজের জনৈক ব্যক্তির বাড়ি থেকে আরও একটি বাইক উদ্ধার করে। জানা গেছে বাইক চোর প্রসেনজিত দেববর্মা চুরি করা বাইকটি তিনঘরিয়ার ওই ব্যক্তির নিকট বিক্রি করেছিল। যদিও পুলিশ ওই ব্যক্তিকে আটক করেনি। আমবাসা থানার ওসির নেতৃত্বে পুলিশ কর্মীরা উদ্ধার হওয়া চারটি বাইক সহ ধৃত তিন জনকেই মঙ্গলবার সকালে আমবাসা থানায় নিয়ে যায়।
এদিকে তেলিয়ামুড়ার গামাইবাড়ি উত্তর শিবির এলাকার বাসিন্দা প্রতীক সরকার নামের এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছিল বলে অভিযোগ ছিল। এলাকাবাসীদের পক্ষ থেকে বার কয়েক এই ব্যাবসা বন্ধের জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ড্রাগস ব্যাবসায়ী প্রতীক এলাকাবাসীদের দেওয়া হুঁশিয়ারি'কে কোনপ্রকার পাত্তাই দেয় নি।
অবশেষে এলাকাবাসীরা মঙ্গলবার সকালে নারী পুরুষ একত্রে প্রতীক সরকার নামের ওই ড্রাগস বিক্রেতার বাড়িতে হানা দেয়। এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে চম্পট দেয় প্রতীক। এদিকে উক্ত ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহযোগিতায় প্রতীকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস বাজেয়াপ্ত করে। পাশাপাশি তার আরেক সাগরেদের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। যদিও প্রতীকের ওই সাগরেদের বাড়ি থেকে কিছুই খুঁজে পায়নি পুলিশ। পরবর্তীতে বিপুল পরিমাণ ড্রাগস নিয়ে থানামুখী হয় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান উদ্ধারকৃত ড্রাগসের আনুমানিক কালো বাজার মূল্য প্রায় ষাট-সত্তর হাজার টাকা।
Tripura High Court : প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি অপরেশ কুমার সিং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন