Tripura High Court : প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি অপরেশ কুমার সিং - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura High Court : প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি অপরেশ কুমার সিং

Share This

 


আগরতলা, ১৭ এপ্রিল :  ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ গ্রহণ করেন বিচারপতি অপরেশ কুমার সিং। সকাল সাড়ে এগারটায় রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।বিচারপতি অপরেশ কুমার সিং ঝাড়খন্ড উচ্চ আদালতে বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ত্রিপুরা হাইকোর্টের অষ্টম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 


এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আইন মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসন, আরক্ষা প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকগণ এবং উচ্চ আদালতের বিভিন্ন স্তরের আধিকারিকগণ।



Heatwave In Tripura : ১৮ই এপ্রিল থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ছুটি ঘোষণা,  পূর্বসূচি অনুযায়ী যথারীতি হবে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad