আগরতলা, ১৭ এপ্রিল : ১৮ই এপ্রিল থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেও রাজ্য সরকার সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজের সংবাদ সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে লিখেন, "রাজ্যজুড়ে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৮ই এপ্রিল, ২০২৩ থেকে ২৩শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।"
এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়প্রধান, ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র দাবদাহের উদ্ভুত পরিস্থিতিতে রাজ্য সরকার আগামী ১৮-০৪-২০২৩ তারিখ থেকে ২৩-০৪-২০২৩ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও উচ্চমাধ্যমিক পরীক্ষা যেগুলো ১৮-০৪-২০২৩ ও ১৯ ০৪-২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো যথারীতি ঐ তারিখগুলোতে অনুষ্ঠিত হবে । সংশ্লিষ্ট তারিখের পরীক্ষার্থীদেরকে যথাসময়ে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে বলা হচ্ছে ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন