Dr Manik Saha : বিশালগড় টাউন হলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, অশান্তি সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঙ্কার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : বিশালগড় টাউন হলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, অশান্তি সৃষ্টি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঙ্কার

Share This


 আগরতলা, ১৬ এপ্রিল : বিধানসভা  নির্বাচনের ফল ঘোষনার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তির পরিবেশ তৈরির অপচেষ্টা করছে কিছু ষড়যন্ত্রকারী। আর এসকল ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। কারণ সাধারণ মানুষ এই ধরনের কার্যকলাপ কোনভাবেই পছন্দ করেন না। মানুষ চায় শান্তি সম্প্রীতির মধ্যে জীবন অতিবাহিত করতে। সুতরাং কমিউনিস্টদের সৃষ্ট এধরণের অপসংস্কৃতি আমাদেরকে শেষ করতেই হবে। যারাই সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপপ্রয়াসের সঙ্গে যুক্ত তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। রবিবার বিশালগড় পুর পরিষদ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশালগড় টাউন হলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 




              বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব, আনন্দের উৎসব, আবেগের উৎসব। পুরনো বছরকে বিদায় জানিয়ে উচ্ছ্বাস ও উন্মাদনায় সামিল হওয়ার মুহূর্ত। তাইতো ১৪৩০ বাংলা বছরকে উদযাপন করতে বছরের দ্বিতীয় দিনে রবিবার বিশালগড় টাউন হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে বর্ষবরন উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলার জেলাশাসক ড: বিশাল কুমার, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বর্ষবরণ উৎসব কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চন্দ্র সাহা, কনভেনর সুজয় দে সহ বিশিষ্টজনেরা। উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি জনজাতিদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করার সুযোগ হয়। সেখানে ত্রিপুরী, চাকমা, জমাতিয়া জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি, রীতি নীতি বেশ অভিভূত করেছে। রাজ্যের বর্তমান সরকারও জাতি জনজাতি সকল অংশের মানুষকে নিয়ে সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে চায়। কিন্তু এক শ্রেণীর বিভেদকামি লোক আমাদের ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার সেটা কিছুতেই হতে দেবে না। বাংলা নববর্ষে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে রাজ্যের সার্বিক উন্নতি সাধনে ভালো কিছু করার। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। 

               

         অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরো বলেন, যারাই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয়ে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করছে তাদেরকে কোন অবস্থাতেই ছাড়া হবে না। তারা যে কোন দলের লোকই হোক না কেন। তাদের কাউকে কোন অবস্থাতেই রেয়াত করা হবে না। রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রয়োজনে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। 

         


         বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশাল কুমার প্রমুখ। সভাপতিত্ব করেন বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র চন্দ্র সাহা। বর্ষবরণ উৎসব উপলক্ষে মঞ্চে তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ রাজ্যের নানা প্রান্তের শিল্পীগণ নানা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিশালগড় পুরপরিষদের সহযোগিতায় বিশালগড় বর্ষবরণ উৎসব কমিটি এই বর্ষবরণ উৎসবের আয়োজন করে।



Dr Manik Saha : কাব্যলোকের বর্ষবরণ অনুষ্ঠানে না এলে বোঝাই যায় না আজ পহেলা বৈশাখ এসেছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad