Assembly Speaker : রাজ্যে ৪-৬ জুন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নর্থ ইস্ট জোনের সম্মেলন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Speaker : রাজ্যে ৪-৬ জুন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নর্থ ইস্ট জোনের সম্মেলন

Share This

 


আগরতলা, ০৪ জুন : ত্রিপুরায় বহু বছর পর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নর্থ ইস্ট জোনের সম্মেলন হতে চলেছে। ত্রিপুরা বিধানসভার উদ্যোগে আজ থেকে ৬ জুন পর্যন্ত এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ বিধানসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিধানসভার অধ্যক্ষ জানান, মণিপুর ছাড়া উত্তর পূর্বাঞ্চলের অন্য সব রাজ্যের অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ এবং আধিকারিকগণ এই সম্মেলনে উপস্থিত থাকবেন।আজ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে আগত অতিথিদের সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।


সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধ্যক্ষ জানান, আগামীকাল সকালে সম্মেলন উপলক্ষে আগত প্রতিনিধিদের রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান দেখানো হবে। দুপুর সাড়ে ১২টায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট নীতি গ্রহণের ফলে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো ক্ষেত্রে যে উন্নতি হয়েছে এসব বিষয়, সন্ত্রাসবাদ ইত্যাদি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন রাজ্য থেকে আগত অতিথিদের সম্মানে যথাসম্ভব আতিথেয়তা প্রদানে তিনি সকলের সহায়তা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং সরকারি মুখ্যসচেতক কল্যাণী রায়ও উপস্থিত ছিলেন।



Train Accident : ওড়িশার বালেশ্বরের কাছে বাহানগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৬১ ছাড়িয়েছে, আহতের সংখ্যা ৯০০-র বেশী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad