Chandrayaan-3 : মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়লেন ভারতীয় বিজ্ঞানীরা, সাফল্যের সঙ্গে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Chandrayaan-3 : মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়লেন ভারতীয় বিজ্ঞানীরা, সাফল্যের সঙ্গে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩

Share This

 


নতুন দিল্লি, ১৪ জুলাই : মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়লো ভারত।শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে LVM3-M4 রকেটের পিঠে চেপে সাফল্যের সঙ্গে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩। এখন পর্যন্ত সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে গিয়েছে চন্দ্রযান-৩। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ উপলক্ষে ভারতীয় বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার একটি ট্যুইট বার্তা নিজে শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, “চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ অভিযানের এক নতুন অধ্যায় রচনা করলো। এই অভিযান প্রত্যেক ভারতবাসীর আকাঙ্খা ও স্বপ্নকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমাদের বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টার ফল এটি। আমি তাঁদের উৎসাহ ও বুদ্ধিমত্তাকে শ্রদ্ধা জানাই”।  পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩।’ এই অভাবনীয় সাফল্যের জন্য 'চন্দ্রযান-৩' মিশন ডিরেক্টর মোহন কুমার-সহ পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস. সোমনাথ।

                                                                                                                                                                চন্দ্রযান-৩ পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার পর এখন অপেক্ষা কখন এটি চাঁদের মাধ্যাকর্ষণ প্রভাবিত অঞ্চলে প্রবেশ করবে। ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী কয়েক সপ্তাহে এটি চাঁদে পৌঁছবে। এই যানের মধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর উপকরণ রয়েছে। এগুলি চাঁদপৃষ্ঠের চরিত্রের পর্যালোচনা করবে এবং বিভিন্ন তথ্য পেতে সহায়ক হবে।

                                                                                                                                                                                  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad