আগরতলা, ১৩ জুলাই : রাজ্যের প্রধান হাসপাতালগুলির পাশপাশি জেলা হাসপাতালগুলিতেও এখন বিভিন্ন জটিল রোগের চিকিৎসা পরিষেবা সহ জটিল অস্ত্রোপচারও সাফল্যের সঙ্গে করা হচ্ছে। কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে বুধবার ভগবাননগরের বাসিন্দা আমিরুন বিবির (৮০) ডান পায়ের উরুর হিপ জয়েন্টের সফল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন ঊনকোটি জেলা হাসপাতালের বিশেষজ্ঞ অস্থিরোগ চিকিৎসক সহ মেডিক্যাল টিম।
ভগবাননগরের ঐ রোগিনী প্রচণ্ড হাঁটুর ব্যাথা নিয়ে জেলা হাসপাতালের জরুরী বিভাগে আসেন। এরপর জেলা হাসপাতালের অস্থিরোগ চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মহিলার ডান পায়ের হিপ জয়েন্টে সমস্যার ব্যাপারে সুনিশ্চত হন এবং তার হাঁটুর অস্ত্রোপচারের ব্যাপারে অবগত করেন। তারপর রোগীনির পরিবার পরিজনেরা উনাকে জেলা হাসপাতালেই অস্থি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার উনকোটি জেলা হাসপাতালের বিশেষজ্ঞ অস্থিরোগ চিকিৎসক ডাঃ নির্মল দেববর্মা সহ মেডিক্যাল টিম আমিরুন বিবির ডান পায়ের উরুর হিপ জয়েন্টে সফল অস্ত্রোপচার করেন।
সফল এই অস্ত্রোপচারে এনেসথেসিস্ট ছিলেন ডাঃ রূপময় দাস সঙ্গে ছিলেন অর্থোপেডিক পিজি চিকিৎসক ডাঃ রত্নদীপ সেনগুপ্ত। এছাড়াও অস্ত্রোপচারের টিনে ৩টি স্টাফ নার্স ছিলেন মনিদীপা দেববর্মা, ৩টি টেকনিশিয়ান ছিলেন নিরূপন চক্রবর্তী ও জগৎহরি ত্রিপুরা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বর্তমানে রোগিনী ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন। জেলা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচারের সুবিধা পেয়ে রোগীনির পরিবার পরিজনেরা খুশি ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন