NIT Agartala : এনআইটি আগরতলায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে মিশন মুডে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

NIT Agartala : এনআইটি আগরতলায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে মিশন মুডে

Share This


আগরতলা, ২৫ জুলাই :
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন জাতীয় শিক্ষানীতির (এনইপি ২০২০) প্রস্তাবগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এনআইটি আগরতলা মিশন মুডে কাজ করবে। ইতিমধ্যেই এনআইটি আগরতলায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আজ আগরতলার শ্যামলী। বাজারস্থিত এনআইটি আগরতলার ট্রানজিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক এস কে পাত্র একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০-এর তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯-৩০ জুলাই ২০২৩ নয়াদিল্লির প্রগতি ময়দানের আইটিপিও-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে নতুন জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য, অধিকর্তা ও শিক্ষাবিদদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


সাংবাদিক সম্মেলনে এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক এস কে পাত্র বলেন, মূলত: শিক্ষা ব্যবস্থায় নমনীয়তা এনে গ্রস এনরোলমেন্ট রেসিও (জিইআর) বাড়ানোর লক্ষ্যে নতুন জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। যাতে করে ২০৩০-এর মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে জিইআর ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা যায়। এই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য গুণগত শিক্ষার সুযোগ করে দেওয়া, গতানুগতিক শিক্ষার সাথে পেশাগত ও দক্ষতা উন্নয়নে শিক্ষার মিলন ঘটানোর প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানো। অধিকর্তা শ্রীপাত্র জানান, এনআইটি আগরতলার শিক্ষা ব্যবস্থায় নতুন জাতীয় শিক্ষানীতির কিছু কিছু বৈশিষ্ট্য ইতিমধ্যে বিদ্যমান রয়েছে। কেননা এনআইটি আগরতলা ইতিমধ্যে ক্রেডিট ট্রান্সফার ও গবেষণামূলক সহযোগিতার জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিষ্ঠানের সাথে মউ স্বাক্ষর করেছে। বিটেক প্রথমবর্ষের কিছু কোর্স স্থানীয় ও আঞ্চলিক ভাষায় শেখানোর প্রস্তাব রয়েছে। শিক্ষা ব্যবস্থায় নমনীয়তার সাথে মাল্টিপল এন্ট্রি ও মাল্টিপল এগজিট চালু করা হবে। সাংবাদিক সম্মেলনে অধিকর্তা জানান, ইতিমধ্যে এনআইটি আগরতলাতে বিএস এমএস এবং বিটি এমটি-তে ডুয়াল ডিগ্রি কোর্সের সুবিধা রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা মাল্টিপল এগজিট নিতে পারবে। মাল্টি এন্ট্রির এবং ক্রেডিট ট্রান্সফার-এর জন্যও আগামীদিনে নতুন মউ স্বাক্ষরিত হতে পারে। তাছাড়া ছাত্রছাত্রীরা যাতে তাদের সুবিধা অনুযায়ী পড়াশুনা করতে পারেন সেজন্য এনআইটি আগরতলা একাডেমিক ব্যাঙ্ক অব ক্রেডিটস (এবিসি)- এর নথিভুক্ত হয়েছে। ফলে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার বিকাশ ঘটবে। বিভিন্ন শাখার সংমিশ্রণে পড়ার সুযোগ হবে এবং ছাত্রছাত্রীরা তাদের চাহিদা অনুযায়ী কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবে।


সাংবাদিক সম্মেলনে এনআইটি আগরতলার অধিকর্তা আরও জানান, এনআইটি আগরতলায় অন্যান্য অনেক সুবিধা রয়েছে। এনআইটি আগরতলার ফ্যাকাল্টিরা ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনাতেও অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন ও প্রয়োগ, স্টার্ট আপ ইত্যাদি বিষয়ে ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য একটি বিশেষ সেল চালু করা হয়েছে। ককবরক ভাষার সার্টিফিকেট কোর্স সহ বিভিন্ন সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। তাছাড়া রয়েছে ভার্চুয়াল ল্যাব, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিকস বিষয়ে পড়ার সুযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বাস্তবিক শিল্প দুনিয়ার সাথে যোগাযোগের মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ।




Open Gym : যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে তৈরি হবে ৫০টি ওপেন জিম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad