Brutal Murder : ১৬ বছরের স্কুল ছাত্রের হাতে নৃশংস খুন ব্যবসায়ী, উত্তেজনা মেলাঘরের নেতাজী চৌমুহনীতে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Brutal Murder : ১৬ বছরের স্কুল ছাত্রের হাতে নৃশংস খুন ব্যবসায়ী, উত্তেজনা মেলাঘরের নেতাজী চৌমুহনীতে

Share This


 মেলাঘর, ১৭ সেপ্টেম্বর : ছাত্রের স্কুল ব্যাগে ছুড়ি ! ১৬ বছরের নাবালকের হাতে নৃশংস ভাবে খুন হলেন এক জেরক্স দোকানের মালিক। মৃতের নাম বিশ্বজিৎ দেবনাথ (৫২)। ঘটনা রবিবার বিকেলে মেলাঘরের নেতাজী চৌমুহনীতে। দোকানের কেশবাক্স থেকে টাকা হাতিয়ে নেওয়ার বচসা ঘিরেই এই ঘটনা বলে জানা গেছে। 


মেলাঘর নেতাজী চৌমুহনীতে জেরক্স দোকানের মালিক বিশ্বজিৎ দেবনাথের দোকানে যায় ইংলিশ মিডিয়াম স্কুলের ১৬ বছর বয়সী দশম শ্রেণির ছাত্র। অভিযোগ ওই ছাত্র দোকানের ক্যাশ বক্স থেকে আড়াই হাজার টাকা হাতিয়ে নেয়। দোকান মালিক টের পেয়ে তাকে ধরে ফেলেন। তাকে তল্লাশি করতে চাইলে ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে বিশ্বজিৎ বাবুর সারা শরীরে ছুরি দিয়ে আঘাত করে ওই ছাত্র। আশেপাশের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে অভিযুক্ত নাবালককে ঘিরে রাখে।


স্থানীয়দের সহযোগিতায়  গুরতর আহত বিশ্বজিৎ বাবুকে তড়িঘড়ি মেলাঘর হাসপাতাল নেওয়া হয় । সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।  নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে আছে। মেলাঘর বাজারের কিছু ব্যবসায়ী ঘটনার পর থানার সামনে রাস্তা অবরোধ করেন। অভিযুক্ত ছাত্রকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধনপুর কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। রাস্তা অবরোধরত উত্তেজিত জনতার দাবি, অভিযুক্ত নাবালকের সাথে আরো বেশ কয়েকজন দুষ্কৃতী জড়িত রয়েছে। অথচ পুলিশ শুধুমাত্র অভিযুক্ত ১৬ বছর বয়সী ওই নাবালককেই গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপারে কোন তৎপরতাই দেখানো হয়নি। গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে, পরে এলাকাবাসী পথ অবরোধ তুলে নেয়।





CM meets with PM : দিল্লি সফরে প্রধানমন্ত্রী সাক্ষাতে মুখ্যমন্ত্রী, জানালেন জন্মদিনের আগাম শুভেচ্ছা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad