কাঞ্চনপুর, ১৮ সেপ্টেম্বর : বিদ্যুৎ দপ্তরে গাফিলতি জন্য পথ অবরোধ । আজ বিশ্বকর্মা পূজা। গতকাল থেকে শান্তিপুর, লালজুরী ,জয়শ্রী ,এলাকায় বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যার সম্মুখীন এলাকাবাসী। বিদ্যুৎ দপ্তর পূজার দোহাই দিয়ে কিছুদিন আগে বেশ কয়েকদিন বিদ্যুৎ বন্ধ রেখে লাইনের মেরামত করেন। কাজগুলি নিম্নমানের করায় এই পূজার দিনে এলাকাবাসী বিদ্যুৎ ও জল পাচ্ছেন না । এই কারনে শান্তিপুর এলাকাবাসী কাঞ্চনপুর -ধর্মনগর পথ আজ অবরোধ করেন । সকাল ছয়টা থেকে শুরু হয় । ঘটনাস্থলে কাঞ্চনপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরে কর্মীরা ছুটে যান । পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় উত্তেজিত জনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন