মোহনপুর, ২৩ সেপ্টেম্বর : গুণগত শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তাই ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করতে হবে। যেদেশের মানুষ যত বেশী জ্ঞানী সেই দেশ ততো বেশী উন্নত। রাজ্য সরকার ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার চায় এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করতে। রাজ্য সরকার চাইছে এক ত্রিপুরা-উন্নত ত্রিপুরা গঠন করতে। তিনি বলেন, আজ যারা ছাত্রছাত্রী তারাই ভবিষ্যতে রাজ্য ও দেশকে নেতৃত্ব দেবে। তাই প্রতিটি ছাত্রছাত্রীকে গুণগত শিক্ষায় শিক্ষিত করে তোলা শিক্ষক শিক্ষিকাদের অন্যতম দায়িত্ব। সন্তানদের সঠিক পথ দেখানোর দায়িত্ব তাদের অভিভাবকদেরও। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও নিজের সামাজিক মাধ্যমে মন্ত্রী রতন লাল নাথ লিখেন, "যে বিদ্যালয়ে একদিন ছাত্র হিসাবে পড়াশোনা করেছি, আজ সেই বিদ্যালয়ে এসে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মিলিত হয়েছি সার্বিক উন্নয়নকল্পে। এই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি আমার কাছে মন্দির সম। আজ আমি যেখানে পৌঁছুতে পেরেছি, এজন্য এই বিদ্যালয়ের কৃতিত্ব অপরিসীম। কিভাবে এই বিদ্যালয়টিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া যায়, এ বিষয়ে শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করি। যে সমস্ত ছাত্র-ছাত্রী মেধাগত উৎকর্ষতার নজির সৃষ্টি করতে পেরেছে, আজ তাদের পুরস্কৃত করা হয়েছে বিদ্যালয়ের তরফে। আমি সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিবাদন জানাই। আশা করি, এরাই একদিন মোহনপুরের এবং অবশ্যই আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিগা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, শিক্ষা দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের ওএসডি সুদীপ সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক বিপুল আচার্য। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম কুমার দাস। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় জয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
Kavita Behenji : আকস্মিক প্রয়াত কবিতা বেহেনজী, প্রজাপিতা ব্রহ্মকুমারীর ত্রিপুরা শাখায় শোকের আবহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন