Agriculture : লেফুঙ্গা ব্লকে ৪৪তম কৃষি মহকুমা কার্যালয়ের উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Agriculture : লেফুঙ্গা ব্লকে ৪৪তম কৃষি মহকুমা কার্যালয়ের উদ্বোধন

Share This

 


মোহনপুর, ২২ নভেম্বর : রাজ্যের চাষযোগ্য জমি চাষের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। কম জমিতেও বেশী ফসল উৎপাদনে কৃষকদের সরকার সহায়তা করছে। বুধবার লেফুঙ্গায় পুরাতন লেফুঙ্গা ব্লক প্রাঙ্গণে কৃষি মহকুমা কার্যালয়ের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, রাজ্য সরকার ৫৮টি ব্লকেই কৃষি মহকুমা কার্যালয় খোলার পরিকল্পনা নিয়েছে। লেফুঙ্গা কৃষি মহকুমা কার্যালয়টি হল রাজ্যের ৪৪তম কৃষি মহকুমা কার্যালয়।


অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কল্যাণে ও কৃষির বিকাশকে সবচেয়ে বেশী অগ্রাধিকার দিয়েছেন। রাজ্যের গড় অভ্যন্তরীণ উৎপাদনের প্রায় ৩৬ শতাংশ কৃষি থেকে আসে। তিনি বলেন, রাজ্যে কৃষকদের আয় তুলনায় অনেক বেড়েছে। রাজ্যের ২ লক্ষ ৪৬ হাজার কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধি যোজনায় বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন। কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর করার কাজ করছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসি'র ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, মহকুমা শাসক সুভাষ দত্ত, হর্টিকালচার ও সয়েল কনজারভেশন দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসি'র চেয়ারম্যান রণবীর দেববর্মা।





Disaster Management : স্টেট গেস্ট হাউসে সাংবাদিকদের নিয়ে বিপর্যয় মোকাবিলায় কর্মশালা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad