আগরতলা, ০৮ ডিসেম্বর : রাজ্যভিত্তিক অনুর্ধ ১৭ বছর বয়সী বালিকাদের ফুটবল প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে বিলোনীয়ার বি কে আই মাঠে শুরু হয়েছে। চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এতে মোট ৯টি দল অংশ নিয়েছে। বিলোনীয়ার পুরাতন টাউন হল প্রাঙ্গনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত। তিনি তার ভাষণে বলেন, ফুটবল খেলা শারীরিক ও মানসিক দুই দিকেই আমাদের সুস্থ রাখে। তাই ফুটবল খেলাকে আমাদের রাজ্যে আরও জনপ্রিয় করে তুলতে হবে।
প্রধান অতিথি বিধায়ক স্বপ্না মজুমদার বলেন, রাজ্য সরকার খেলাধুলার মানোন্নয়নে সদা সচেষ্ট রয়েছে। এই প্রতিযোগিতা বালিকাদের ফুটবলের প্রতি আরো আগ্রহী করে তুলবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বকুল দেবী দেবনাথ, সমাজসেবী গৌতম সরকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, দপ্তরের জেলা আধিকারিক মিহির শীল প্রমুখ। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে গোমতী জেলা ৩-১ গোলে সিপাহীজলা জেলাকে পরাজিত করে।
এদিকে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুর্ধ ১৪ বছর বয়সের বালিকা বিভাগে রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতাও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। পানিসাগর আঞ্চলিক শারীর শিক্ষন মহাবিদ্যালয়ের ইন্ডোর হলে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। প্রতিযোগিতার উদ্বোধন করে সভাধিপতি শ্রী দাস বলেন, শরীর সুস্থ রাখার ক্ষেত্রে খেলাধূলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উত্তর ত্রিপুরা জেলা আধিকারিক অমিত কুমার যাদব। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষীকান্ত দাস, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য, সমাজসেবী বিবেকানন্দ দাস প্রমুখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগরস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীগণ। রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতার আসরে রাজ্যের সব জেলা থেকে বালিকারা অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
Offer Distribution : অর্থ দপ্তরে ১০ জনকে গ্ৰুপ সি পদে অফার তুলে দিলেন অর্থমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন