Offer Distribution : অর্থ দপ্তরে ১০ জনকে গ্ৰুপ সি পদে অফার তুলে দিলেন অর্থমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Offer Distribution : অর্থ দপ্তরে ১০ জনকে গ্ৰুপ সি পদে অফার তুলে দিলেন অর্থমন্ত্রী

Share This

 


আগরতলা, ০৭ ডিসেম্বর : সচিবালয়ের ২ নং সভাকক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অর্থ দপ্তরের অধীনে ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে নিয়োগের অফার দেওয়া হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাঁদের হাতে অফারগুলি তুলে দেন। উল্লেখ্য, অফারপ্রাপ্ত এই ১০ জন জেআরবিটি'র মাধ্যমে গ্রুপ-সি পদে নির্বাচিত হয়েছেন। 


নব নিযুক্তদের হাতে অফার তুলে দিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার জেআরবিটি'র মাধ্যমে গ্রুপ-সি পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করে ও পর্যায়ক্রমে তা সম্পন্ন করা হচ্ছে। জেআরবিটি'র মাধ্যমে গ্রুপ- সি পদে নির্বাচিত ১,৯৮০ জনকে বিভিন্ন দপ্তরে অফার দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে আজ অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অব ট্রেজারিসে ১০ জনকে এলডিসি পদে অফার দেওয়া হয়। 


অর্থমন্ত্রী জানান, সরকারের উন্নয়নমূলক কাজে গতি আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।




Home guard Day-2023 : আগরতলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পালিত হলো অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad