Health Care : চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নবনির্মিত পাকা ভবন ও কোয়ার্টার কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Health Care : চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নবনির্মিত পাকা ভবন ও কোয়ার্টার কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন

Share This


 খোয়াই, ১২ ডিসেম্বর : রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন সহ রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্যের প্রান্তিক জনপদগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণেও সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ খোয়াইয়ে চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত পাকা ভবন ও কোয়ার্টার কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জিবিপি হাসপাতালে ১১টি সুপার স্পেশালিটি পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭টি সুপার স্পেশালিটি বিভাগ চালু হয়েছে। উল্লেখ্য, ১০ শয্যা বিশিষ্ট চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির পাকা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৬৫ লক্ষ ২৮ হাজার টাকা।


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খোয়াই জেলায় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাকা ভবন এই পদক্ষেপেরই অঙ্গ। তিনি বলেন, আগে মানুষ উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতেন। বর্তমানে রাজ্যেই বিভিন্ন জটিল রোগের চিকিৎসার সুযোগ রয়েছে। রাজ্য থেকে রোগী রেফারের সংখ্যাও অনেক কমেছে। ইতিমধ্যেই রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়েছে। আইজিএম হাসপাতালের পরিকাঠামো আরও সম্প্রসারণ করা হচ্ছে। জিবিপি হাসপাতালে শয্যা সংখ্যা প্রায় দ্বিগুণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনি চন্দ্রন প্রমুখ।




Tripura Tourism : ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ, উজ্জয়ন্ত প্রাসাদে সম্পন্ন এক্সচেঞ্জ অব এগ্রিমেন্ট অনুষ্ঠান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad