Road Accident: ত্রিপুরেশ্বরী মন্দির থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ৩ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident: ত্রিপুরেশ্বরী মন্দির থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় মৃত্যু ১, আহত ৩

Share This

 


উদয়পুর, ১৮ ফেব্রুয়ারি : উদয়পুর বাগমা করইয়ামুড়া এলাকায় রবিবার  দুইটি ছোট প্রাইভেট গাড়ির মধ্যে  মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। গুরুতর আহত হয় তিনজন। মৃতার নাম দেবাদ্রিতা চৌধুরী। আহতরা হলেন আদিত্য সাহা, লক্ষী সাহা এবং গাড়ি চালক সমীর রায়। সকলের বাড়ি আগরতলা।  উদয়পুর মাতাবাড়ি পুজো দিয়ে ফেরার পথেই এই  দুর্ঘটনা বলে জানা গেছে।  অপরদিকে আগরতলা দিক থেকে আসা গাড়ির আহতদের বিশ্রামগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে।


 ঘটনারা বিবরণে জানা যায়, আগরতলা সূর্য চৌমুহনীর বাসিন্দা আদিত্য সাহা এবং উনার স্ত্রী দেবাদ্রিতা চৌধুরী ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যান। পুজো দিয়ে বাড়ি ফেরারা পথে উদয়পুর বাগমা এলাকায় যান দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে বেপরোয়া গতিতে দুটো গাড়ি আসার সময় নিয়ন্ত্রেণ হারিয়ে একে অপরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এদিকে অপর গাড়ি চালক সমীর রায় এবং লক্ষ্মী সাহা নামে আরো দুজন মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বর্তমানে আগরতলা জিবিপি হাসপাতালে।


 জানা গেছে উভয়ের গাড়িতে থাকা উৎপল সাহা (২৮) এবং রানা সূত্রধর (৩৩) দুজনেও গুরুতর আহত অবস্থায় বিশ্রামগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে। চাগলা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মী পুলিশ উপস্থিত হয়। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে দেবদ্রিতা চৌধুরীর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন স্বামী আদিত্য সাহা।




Khelo India : আগরতলায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের যোগাসন প্রতিযোগিতা শুরু কাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad