খোয়াই, ২২ ফেব্রুয়ারি : খোয়াই সোনাতলা আইটিআই কলেজের সামনে মালবাহী অটো এবং যাত্রীবাহী অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক মহিলার এবং গুরুতর ভাবে আহত হলেন ১১ জন যাত্রী। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ খোয়াই থানাধীন চেবরি এলাকা থেকে যাত্রী নিয়ে খোয়াই এর উদ্দেশ্যে আসছিল একটি অটো। সেখানে আচমকা একটি মালবাহী অটো গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং দুটি গাড়িতে থাকা ১১ জন আরোহী আহত হন। পরবর্তী সময়ে আহত যাত্রীদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
মর্মান্তিক এই পথ দুর্ঘটনার খবর পেয়ে নিজের সামাজিক মাধ্যমে শোক বাধ্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি লিখেন, "আজ খোয়াই সোনাতলা ট্রাই-জংশন অঞ্চলে একটি প্যাসেঞ্জার অটো ও মিনি ট্রাকের মধ্যে দুর্ভাগ্যপূর্ন দূর্ঘটনার ঘটনা ঘটে। এই ঘটনায় জনৈক যাত্রীর মৃত্যু ও এগার জন আহত হয়, যার মধ্যে নয় জনের অবস্থা গুরুতর হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। আমি এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ব্যক্ত করছি ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করি। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকদের যথাযথ নির্দেশ দিই।" পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।
Mother Language Day : আগরতলা টাউন হলে আয়োজিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন