আগরতলা, ২২ মার্চ : লোকসভার সাধারণ নির্বাচন ঘোষণার পর লাগু হওয়া আদর্শ আচরণবিধির বিষয়ে রাজ্যের মুখ্যসচিবকে চেয়ারম্যান করে একটি স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে। আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন সময়ে কোনও বিষয়ে অনুমতি। স্পষ্টিকরণের প্রয়োজন হলে তা ভারতের নির্বাচন কমিশনের কাছে পাঠানোর আগে এই স্ক্রিনিং কমিটি সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখবে। স্ক্রিনিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন যে দপ্তরের কাছ থেকে নির্দিষ্ট প্রস্তাব আসবে সেই দপ্তরের সচিব/ প্রধান সচিব, পরিকল্পনা (পি অ্যান্ড সি), জিএ (প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি), স্বরাষ্ট্র (জেল) দপ্তরের সচিবগণ, শিল্প ও বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পূর্ত (আর অ্যান্ড বি) দপ্তরের সচিবগণ, রাজ্য পুলিশের ডিজি / বন দপ্তরের প্রধান মুখ্য বন সংরক্ষক (স্বরাষ্ট্র এবং বন দপ্তরের স্বার্থ সংশ্লিষ্ট কোনও প্রস্তাব থাকলে)। মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।
অপরদিকে ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের নির্বাচন ও ৭-রামনগর বিধানসভা এলাকার উপনির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশনের ব্যয় পর্যবেক্ষক প্রদীপ শর্মা, আইআরএস (আইটি), ২০ মার্চ, ২০২৪ থেকে রাজ্যে অবস্থান করছেন। তিনি আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত রাজ্য অতিথিশালা সোনার তরীতে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগের নম্বর ৯৮৬৩৯০৫৩২৪। প্রতিদিন অফিস চলাকালীন দিনে বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত সময়ে তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে। নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগের জন্য লিয়াসন অফিসারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। লিয়াসন অফিসারের নাম অ্যাসিস্টেন্ট অডিট অফিসার দিবাকর দত্তগুপ্ত। লিয়াসন অফিসারের ফোন নম্বর ১৪৩৬৪৫৪৪৪৩ / ৯৪৮৫৩৪০০৭০। সাধারণ জনগণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে এ বিষয়ে অবহিত করার জন্য ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন