Flood Incident : দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে বন্যা, ৩ আইএএস পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Flood Incident : দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে বন্যা, ৩ আইএএস পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Share This

 


নতুন দিল্লি, ২৮ জুলাই : দিল্লীতে ভারী বৃষ্টির কারণে রাজেন্দ্রনগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে আটকে পড়ে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। বেসমেন্টের ভিতর থেকে বেশ কয়েকজন পড়ুয়াকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি। জানা গেছে আকস্মিক ভারী বৃষ্টির ফলে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে বন্যা হয়, যেখানে তিনজন আইএএস পরীক্ষার্থী চার ঘণ্টারও বেশি সময় ধরে ফাঁদে পড়ে ছিলেন। তানিয়া সোনি (তেলেঙ্গানা), শ্রীয়া যাদব (উত্তরপ্রদেশ), এবং নবীন ডেলভিন (কেরালা) - তিনজনেরই মৃত্যু ঘটে।


দিল্লি পুলিশের কেন্দ্রীয় ডেপুটি কমিশনার এম. হর্ষ বর্ধন জানিয়েছেন যে কোচিং সেন্টার, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং তত্ত্বাবধায়কদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই মালিক এবং সমন্বয়কারীকে আটক করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরে ছাত্র সমাজ ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে এবং দোষীদের কঠোর শাস্তি দাবী করছে।


ঘটনার বিষয়ে রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, গত সন্ধ্যায় ঐ বেসমেন্টে জল ঢুকে যাওয়ায় পড়ুয়ারা আটকে পড়েছেন বলে ফোনকলে তাদের জানানো হয়। ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপরই ৩ জনের দেহ উদ্ধার হয়। ৪ ঘণ্টারও বেশি সময় তাঁরা ঐ বেসমেন্টে আটকে ছিলেন বলে খবর। পুলিশ এই ঘটনায় ফৌজদারি মামলা রুজু করে এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ইতোমধ্যেই ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে।  


এদিকে, ঘটনার প্রতিবাদে ঐ কোচিং ইন্সটিটিউটের বাইরে বিক্ষোভ দেখান  শিক্ষার্থীরা। অন্যদিকে, দিল্লীর বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব এই ঘটনায় আপ সরকারের দিকে আঙ্গুল তুলেছেন। তাঁর অভিযোগ, দিল্লী মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাফিলতিতেই এই দুর্ঘটনা।


কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে দুজন সিভিল সার্ভিস পরীক্ষার্থী এবং জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর এক পড়ুয়ার মৃত্যুতে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে জাতীয় রাজধানী অঞ্চলে এই ধরণের ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। 


আগামী মঙ্গলবারের মধ্যে দুঃখজনক এই ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য তিনি ডিভিশনাল কমিশনারকে নির্দেশ দিয়েছেন। পরীক্ষার্থীদের মৃত্যুর জন্য দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার মধ্যে দিয়ে পরিকাঠামোর যথাযথ দেখভালের অভাব এবং  অপরাধমূলক অবহেলার দিকটি পরিস্কার হয়েছে। মোটা টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি পরীক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থার দায় এড়িয়ে যেতে পারেন না।  এক্ষেত্রে সরকারী নজরদারীর অভাব রয়েছে।



Governor of Telangana : তেলেঙ্গানার রাজ্যপাল হলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad