Governor of Telangana : তেলেঙ্গানার রাজ্যপাল হলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Governor of Telangana : তেলেঙ্গানার রাজ্যপাল হলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা

Share This


 আগরতলা, ২৮ জুলাই : তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা জিষ্ণু দেব্বর্মা। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে। স্বাধীনতার পর প্রথমবার এই রাজ্য থেকে কোনো ব্যক্তি এই মর্যাদা পেয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শ্রী দেব্বর্মাকে রাজ্যপাল  হিসেবে নিযুক্তির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।


শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন। এতে উল্লেখযোগ্য ভাবে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। এক‌ই সাথে মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার হরিভাউ কিসানরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে। সিকিমের রাজ্যপাল হচ্ছেন রাজস্থানের প্রাক্তন রাজ্যসভা সাংসদ ওমপ্রকাশ মাথুর। ঝাড়খণ্ডের রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার। অসমের প্রাক্তন লোকসভা সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে। 


 রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন রাজ্যপালদের যে তালিকা প্রকাশ করা হয় এতে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী সি এইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে। আসামের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক নিয়োগ করা হয়েছে। লক্ষ্মণ প্রসাদ আচার্য যিনি বর্তমানে সিকিমের রাজ্যপাল, তাকে আসামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে এবং মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন আইএএস অফিসার কে কৈলাশনাথনকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর করা হয়েছে। 


এদিকে রাজ্যপাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অত্যন্ত সম্মানজনক এই পদপ্রাপ্তিতে জিষ্ণুকর্তাকে অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিজের সামাজিক মাধ্যমে তিনি এর জন্য দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।


 স্বাধীনতার পর এই প্রথম বার ত্রিপুরা থেকে দেশের কোনো এক রাজ্যের (তেলেঙ্গানা) রাজ্যপাল পদে জিষ্ণু দেবর্মাকে নিযুক্তি  দেওয়ায় রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানান। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সামাজিক মাধ্যমে লিখেন, "স্বাধীনতার পর এই প্রথম ত্রিপুরার কোন ভূমি সন্তান রাজ্যপাল পদে অভিষিক্ত হলেন । ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কর্তা জিষ্ণু দেব বর্মন জিকে তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত করলেন মহামোহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি । এই শুভ মুহূর্তে জিষ্ণু দেব বর্মন জি কে  শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু জি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিকে আন্তরিক ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানাই l"



Meeting of NITI Aayog : নয়াদিল্লিতে নীতি আয়োগের জেনারেল কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী, 'লক্ষ্য-২০৪৭' বাস্তবায়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad