Kharchi Puja : পুরাতন হাভেলিতে খার্চি পূজা ও উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Kharchi Puja : পুরাতন হাভেলিতে খার্চি পূজা ও উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share This


  আগরতলা, ১৪ জুলাই : ভারতবর্ষের কৃষ্টি-সংস্কৃতি প্রাচীন ও সমৃদ্ধ। পরম্পরাগত এই কৃষ্টি ও সংস্কৃতি আমাদের ঐতিহ্য। ঐতিহ্যের এই বহমান ধারাকে পরবর্তী প্রজন্মের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারলেই আরও সমৃদ্ধ হবে আমাদের সমাজ ও সংস্কৃতি। রবিবার পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে ৭দিনব্যাপী খার্চি উৎসব ও প্রদশনীর আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, চতুর্দশ দেবতাবাড়ির খার্চি উৎসবে রাজ্যের জাতি-জনজাতি সহ সকল অংশের মানুষ সমবেত হন। রাজ্যের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য। জাতি-জনজাতি নির্বিশেষে সকল অংশের মানুষের মেলবন্ধন ঘটে এই উৎসবে। সৌভ্রাতৃত্ব ও ঐতিহ্যের সেতু বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি বলেন, এবারের খার্চি উৎসব ও প্রদর্শনীর সূচনা রবিবার ছুটির দিনে শুরু হওয়ার কারণে উৎসবের শেষ দিন অর্থাৎ ২০ জুলাই, ২০২৪ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পূন্যার্থীরা যাতে খার্চি মেলাকে ভালোভাবে উপভোগ করতে পারেন তার জন্যই এই উদ্যোগ। 

পূজিত হচ্ছেন চতুর্দশ দেবতা ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এবারের খার্চি উৎসব ও প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে 'সবুজই ভবিষ্যৎ' যা খুবই তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক। প্রসঙ্গক্রমে তিনি সম্প্রতি রাজ্যে একটি কর্মসূচিতে ৫ মিনিটে ৫ লক্ষ গাছ রোপণ করার বিষয়টির কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য আমলে রাজারা প্রকৃতিকে শ্রদ্ধা ও পুজা করতেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে খার্চি উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী বলেন, রূপে, বর্ণে, বৈচিত্রে ভরপুর এই খার্চি মেলা এক অনন্য মেলা হিসেবে পরিগনিত হয়েছে। বিভিন্ন দপ্তর সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মেলাকে সফল করে তোলা সম্ভব হয়। খার্চি উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি খার্চি উৎসব ও মেলার পবিত্রতা, শৃঙ্খলা ও মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক রামপদ জমাতিয়া। ৭ দিনব্যাপী খার্চি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দীপক মজুমদার, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল প্রমুখ।



Donald Trump : আমেরিকায় নির্বাচনী সমাবেশে ডনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, আততায়ী সহ নিহত ২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad