নতুন দিল্লি, ১৪ জুলাই : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে পেনসিলভেনিয়ার বাটলারে একটি জনসভা চলাকালীন। দর্শকাসন থেকে এক ব্যক্তি বক্তৃতারত ট্রাম্পের উদ্দেশ্যে গুলি চালায়। প্রাক্তন রাষ্ট্রপতি স্টেজেই পড়ে যান। তিনি আহত হয়েছেন বলে খবর। গুলি তাঁর ডান কানের ওপরের অংশে বিধেছে। সিক্রেট সার্ভিস এজেন্টরা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে সরিয়ে নিয়ে যায়। পাল্টা গুলিতে আততায়ী বন্দুকবাজ ও একজন দর্শক নিহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান গুলি শুরু হওয়ার পূর্বে রাইফেল হাতে একজনকে পাশের ছাদে ঘোরাফেরা করতে দেখেছেন।
ঘটনার পর সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি নিরাপদেই আছেন। হত্যার চেষ্টার অভিযোগ এনে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার কড়া ভাষায় নিন্দা করে বলেন, কোনওরকম হিংসাকেই বরদাস্ত করা হবে না।
এদিকে, তাঁর প্রাণ বাঁচানোয় ট্রাম্প, সিক্রেট সার্ভিস এজেন্ট ও নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানান আমাকে কানে গুলি করা হয়েছে। আমি ছিড়ে যাওয়া অনুভব করছি । পাশাপাশি তিনি বলেন, “যিনি সমাবেশে নিহত হয়েছেন তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই, এবং যিনি আহত হয়েছেন তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটা অবিশ্বাস্য যে এরকম ঘটনা আমাদের দেশে ঘটতে পারে। বন্দুকধারী সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা নেই, যে মারা গেছে।”
ট্রাম্প সংবাদ মাধ্যমকে আরও বলেন, “আমাকে গুলি করা হয়েছিল, যে গুলি আমার ডান কানের উপরের অংশভেদ করে,” ট্রাম্প বলেন। “আমি যখনি শব্দ শুনলাম, গুলি এবং টের পেলাম বুলেট আমার চামড়া ভেদ করছে, সাথে সাথে বুঝলাম এখানে কোনও গন্ডগোল আছে। অনেক রক্তপাত হয়েছে, কাজেই আমি তখন বুঝতে পেরেছি কী ঘটছিল। গড ব্লেস আমেরিকা!”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন