Kharchi Puja : রাজকীয়ভাবে সম্পন্ন হলো চতুর্দশ দেবতার স্নানযাত্রা, ত্রিপুরা বন্ধের আবহে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি উৎসব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Kharchi Puja : রাজকীয়ভাবে সম্পন্ন হলো চতুর্দশ দেবতার স্নানযাত্রা, ত্রিপুরা বন্ধের আবহে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি উৎসব

Share This


 আগরতলা, ১৩ জুলাই : সিপিআইএম দলের ডাকা বারো ঘন্টার ত্রিপুরা বন্ধের আবহের মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। শনিবার বিকালে খার্চির চতুর্দশ দেবতার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। চতুর্দশ দেবতা মন্দিরের প্রধান পুরোহিত চন্তাই এই স্নানযাত্রা অনুষ্ঠানের সূচনা করেন। হাওড়া নদীর স্নানঘাটে প্রতিবছরের মতো এবারও পূজার সমস্ত আচার অনুষ্ঠান মেনে আনুষ্ঠানিক ভাবে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও এলাকার বিশিষ্ট জনেরা এই স্নানযাত্রা উপভোগ করেন এবং স্নানযাত্রায় অংশ নেন।


রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি পূজা ও উৎসব উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, 'খার্চি হচ্ছে ত্রিপুরার জনপ্রিয় উৎসবগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসে এই উৎসবটি হয় এবং সপ্তাহব্যাপী চলে। পুরাতন আগরতলা চর্তুদশ দেবতা মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের দিনগুলিতে রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীদের সমাগম হয় চর্তুদশ দেবতা মন্দির প্রাঙ্গনে।' শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আশা প্রকাশ করেন খার্চি উৎসব ত্রিপুরাবাসীর জীবনে আনন্দ, সুখ, ভালবাসা, সমৃদ্ধি ও সৌভ্রাতৃত্ব বয়ে নিয়ে আসবে।


এদিকে খার্চি পূজা উপলক্ষে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার জন্য ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাছাড়াও পার্কিং জোন এবং নো-পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই, ২০২৪ থেকে ২০ জুলাই, ২০২৪ পর্যন্ত ৭ দিন আগরতলার দিক থেকে চতুর্দশ দেবতা মন্দিরের উদ্দেশ্যে যাওয়া গাড়িগুলি বিজয় সংঘ এবং দশমীঘাট মাঠে পার্কিং করা হবে। জিরানীয়া ও চম্পকনগরের দিক থেকে আসা গাড়িগুলি পার্ক করার ব্যবস্থা হয়েছে বুধাইসাহা স্কুল মাঠে। সব সরকারি


গাড়ি পার্ক করার ব্যবস্থা হয়েছে পল্লিমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে। বাইপাস হয়ে বিশালগড়ের দিক থেকে আসা গাড়িগুলি পার্ক করা হবে কালীতলা এলাকায়। বণিক্য চৌমুহনি হয়ে সদর উত্তরাঞ্চল থেকে আসা গাড়িগুলি শংকর সরণি যাত্রাবাড়ি রাস্তার এক পাশে পার্ক করার ব্যবস্থা হয়েছে।


নো-পার্কিং জোন: জাতীয় সড়ক ৮-এর বিজয় সংঘ ড্রপ গেট থেকে দলুরা ড্রপ গেট, জাতীয় সড়ক ৮-এর বৃদ্ধনগর থেকে চন্দ্রপুর, খয়েরপুর থেকে বাইপাস রাস্তায় কাঠিয়াবাবা আশ্রম পর্যন্ত এলাকা সব ধরনের যানবাহনের জন্য নো-পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।


 ১৪ জুলাই রবিবার থেকে ২০ জুলাই, ২০২৪ পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন জাতীয় সড়ক হয়ে আগরতলার দিকে যাওয়া সব ধরনের ভারি যানবাহন মাধববাড়ি ও আমতলি এলাকা পর্যন্ত নিয়ন্ত্রিত হবে। গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে খয়েরপুরের হাওড়া ব্রিজ থেকে দেবতাবাড়ি, চন্দ্রপুর থেকে বলদাখাল রাস্তা হয়ে পুরাতন আগরতলা, আমতলি-খয়েরপুর বাইপাস হয়ে দেবতাবাড়ির দিকে যাওয়া যানবাহন কালীতলায়, চতুর্দশ দেবতাবাড়ির দিকে যাওয়া নতুন সড়কের বৃদ্ধিনগর এলাকা পর্যন্ত। পরিস্থিতি অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণের সময়সীমা বাড়ানো হতে পারে বলে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।  অপরদিকে সিপিআইএমের ডাকা ত্রিপুরা বন্ধের ফলে ঐতিহ্যবাহী খার্চি মেলার প্রথম দিনে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর।



Political Violence : দুষ্কৃতিদের হাতে আক্রান্ত প্রার্থী বাদল শীলের মৃত্যু, রবিবার ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিল সিপিআইএম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad