আগরতলা, ১৩ জুলাই : দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাদল শীলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ার ঘটনায় রবিবার ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিল সিপিআইএম। বিলোনিয়ায় গতকাল আক্রান্ত হয়েছিলেন সিপিএম নেতা বাদল শীল। তিনি এবারের পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন। গুরুতর আহত অবস্থায় জিবিপি হাসপাতালে আনা হলে আজ দুপুর আড়াইটা নাগাদ তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদেই আগামীকাল ত্রিপুরা বনধ্ ডেখেছে বামফ্রন্ট। শনিবার সিপিআইএম রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান বামফ্রন্টের নারায়ণ কর।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিয়ে শুকবার সন্ধ্যায় চোত্তাখলা বাজারে গেলে দুর্বৃত্তরা বাদল শীলকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে। তিনি আবার ১০৩২৩ শিক্ষকদের মধ্যে একজন । তবে ঘটনার পর স্থানীয় মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা বাদল শীলকে চোত্তাখলা বাজারে অচৈতন্য করে ফেলে রেখে পালিয়ে যায়। দুর্বৃত্তদের এইদিন সন্ধ্যায় চোওখলার সুশীল দেবনাথ ও দুলাল দেবনাথ নামে আরো দুইজন আক্রান্ত হয় বলে সিপিআইএমের অভিযোগ। বাদল শীলের পরিবার ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষের সাহায্যে বাদল শীলসহ আহতদের প্রথমে চোত্তাখলা নিয়ে যায়। বাদল শীলের মাথায় দায়ের কোপ গুরুতর হওয়ায় এবং অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বাদল শীলকে শান্তিরবাজার দক্ষিণ জেলা হাসপাতালে রেফার করে দেন। পরে সেখান থেকে পাঠানো হয় আগরতলার জিবিপি হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পঞ্চায়েত নির্বাচনে এই সিপিআইএম প্রার্থীর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন বর্তমান বিজেপি সরকার জনস্বার্থ বিরোধী, মানুষের কল্যাণে ও দৈনন্দিন সমস্যা সমাধানে তাদের কোন উদ্যোগ নেই, মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ, ধীরে ধীরে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এই আশঙ্কা টের পেয়েই বিরোধীদের উপর একের পর এক আক্রমণ সংঘটিত করছে শাসক দল ।
Tragic Incident : বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ শিশু সহ আহত ৫, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্বামী-স্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন