Tragic Incident : বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ শিশু সহ আহত ৫, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্বামী-স্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Incident : বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ শিশু সহ আহত ৫, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন স্বামী-স্ত্রী

Share This

 


খোয়াই, ১২ জুলাই : বৈদ্যুতিক খুঁটি পরিবর্তনের সময় আচমকা দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হলেন তিন শিশুসহ পাঁচজন। ঘটনা শুক্রবার খোয়াইয়ের উত্তর চেবরীর শচীন্দ্রনগর কলোনিতে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করে দেয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে বেসরকারি বিদ্যুৎ ঠিকাদারি সংস্থার কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ। 

ঘটনার বিবরণে জানা যায়, খোয়াইয়ের উত্তর চেবরীর শচীন্দ্রনগর কলোনির একটি বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন ধরেই বিপদজনক অবস্থায় ছিল । এলাকাবাসীর দাবি দ্রুত বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তন করা হোক, নয়তো যেকোনো সময় দুর্ঘটনা করতে পারে। সেই মোতাবেকের শুক্রবার বিকেলে বৈদ্যুতিক খুঁটিটি পরিবর্তন করতে যায় বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীরা। যখন খুঁটি পরিবর্তনের কাজ চলছিল তখন আশেপাশে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী হঠাৎ এই বিদ্যুতের খুঁটিটি হুমরি খেয়ে মাটিতে পড়ে। তখনই তার নিচে চাপা পড়ে তিন শিশুসহ পাঁচজন । এর মধ্যে একই পরিবারের চারজন রয়েছে।

এই দুর্ঘটনায় আহতদের পরিচয় দিতে গিয়ে এলাকাবাসীরা জানান , আহতদের মধ্যে একই পরিবারের যারা রয়েছেন তারা হলো নিতাই বিশ্বাস, তার স্ত্রী ঝন্টি বিশ্বাস এবং তাদের দুটো ছেলে দীপ্ততনু ও নীল এবং তাদের প্রতিবেশি শিশু সায়ন্তিকা । এর মধ্যে স্বামী-স্ত্রী নিতাই বিশ্বাস ও ঝন্টি বিশ্বাসের অবস্থা সংকটজনক। ঘটনার পর আহতদের উদ্ধারে তৎপরতার বদলে ঘটনাস্থল থেকে বিদ্যুৎ কর্মীরা পালিয়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ। পরে এলাকাবাসীদের তৎপরতাতেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই বিষয়ে তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "খোয়াইয়ের উত্তর চেবরিতে এজেন্সি কর্তৃক বিদ্যুতের খুটি বসানোর সময় তা ভেঙ্গে দুর্ভাগ্যজনক ভাবে আহত হয়েছেন একই পরিবারের চারজন । আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা তা জানাতে গিয়ে তিনি লিখেন, "প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই লোকজনেরা খুঁটির কাছাকাছি  স্থানে দাঁড়িয়ে ছিল। এমন সময়ই দুর্ঘটনাটি ঘটে। এমন ঘটনা কিভাবে ঘটলো, তা খতিয়ে দেখার জন্য বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিয়েছি।" তবে মর্মান্তিক এই দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন আহত হওয়ায় ষ উত্তর চেবরীর শচীন্দ্রনগর কলোনিতে চাপা ক্ষোভ বিরাজ করছে।





Accident : বিশালগড় জাঙ্গালিয়া সড়কে দুর্ঘটনায় হত ২ যুবক, আহত ১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad