Accident : বিশালগড় জাঙ্গালিয়া সড়কে দুর্ঘটনায় হত ২ যুবক, আহত ১ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : বিশালগড় জাঙ্গালিয়া সড়কে দুর্ঘটনায় হত ২ যুবক, আহত ১

Share This


 বিশালগড়, ১১ জুলাই : বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে বাস গাড়ি সাথে বাইক ও স্কুটি স্কুটির সংঘর্ষের ঘটনায় আহত স্কুটি চালক, মৃত্যু হলো বাইক চালক সহ বাইক আরোহী। ঘটনা বৃহস্পতিবার বিকেল তিনটা দশ মিনিটে। আটক ঘাতক বাস গাড়ির চালক। নিহত দুই যুবকের নাম রাকেশ দেবনাথ ও প্রনব দাস। গুরুতর আহতের নাম প্রসেনজিৎ ভৌমিক।


 ঘটনার বিবরণের জানাযায়। TR031419 নাম্বার একটি বাস গাড়ি উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে TR03H8827 নাম্বারে বাইকে স্বজোরে ধাক্কা মারে, তারপর TR01AJ4517 স্কুটিতে ধাক্কা মারে , ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বাইক চালক সহ আরোহীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে  চিকিৎসক বাইক চালক ও আরোহীকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে স্কুটি চালককে নিয়ে আসা হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে। 


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বাস গাড়িটি বাইকটিকে চাকার নিচে পিষে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মূল ফটকের সামনে নিয়ে যায় । লোকজন গাড়িটিকে আটক করে এবং চালককে পুলিশ হাতে তুলে দেয়। পুলিশ জানায় মৃত বাইক চালকের নাম রাকেশ দেবনাথ, পিতার নাম জগদ্বীশ দেবনাথ, বাড়ি উদয়পুর, হত বাইক আরোহীর নাম প্রণব দাস, পিতার নাম যুবরাজ দাস, বাড়ি ফোটা মাটি লক্সমিপুর, থানা আর কে পুর মাতাবাড়ি, গোমতী জেলা। আহত স্কুটি চালকের নাম প্রসেনজিৎ ভৌমিক, পিতার নাম পরেশ ভৌমিক, বাড়ি চড়িলাম ছেচুড়িমাই এলাকায়। আহত বাইক চালককে দ্রুত রেফার করা হয় আগরতলা হাঁপানিয়া হাসপাতালে।


 বর্তমানে মৃতদেহ গুলি বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রাখা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ গুলি আগামীকাল পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে। এদিকে তরতাজা দুই যুবকের মৃত্যুকে ঘিরে দুর্ঘটনস্থলে সাময়িক উত্তেজনা দেখা দেয়।




Panchayat Election 2024 : রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ৮ আগস্ট, ১২ই আগস্ট ভোট গণনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad