Balai Goswami Passway : প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত সভাধিপতি, শোকের ছায়া রাজনৈতিক মহলে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Balai Goswami Passway : প্রয়াত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত সভাধিপতি, শোকের ছায়া রাজনৈতিক মহলে

Share This


 আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : গতকাল রাত্রি আনুমানিক ০২:২ ১ মিনিটে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের  সভাধিপতি তথা টি.আর.টি.সি-র চেয়ারম্যান এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির বরিষ্ঠ সদস্য বলাই গোস্বামী চেন্নাইস্থিত একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। উনার অকাল প্রয়ানে গভীর শোক ব্যাপক করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বলাই গোস্বামী অকাল প্রয়ানে ভারতীয় জনতা পার্টির অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আমরা একজন অত্যন্ত দক্ষ সংগঠক, দলের বিশ্বস্ত সৈনিক ও প্রশাসককে হারানো হয়েছে। তাঁর প্রয়ানে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন এবং উনার বিদেহী আত্মার সদগতি কামনা করে এই কঠিন সময়ে শোকার্ত পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


 পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। ১৯৮৮ সাল থেকে রাজনীতির সাথে ভাবে জড়িত ছিলেন বলাই গোস্বামী। ছাত্র রাজনীতি দিয়ে শুরু হলেও কংগ্রেসের হাত ধরেই রাজনীতির দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন তিনি। যদিও শেষের কয়েক বছর বিজেপির সাথে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত আনুমানিক আড়াইটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।





Industries & Commerce : ৩৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা সমাপ্ত, ১৫ দিনে বিক্রির পরিমাণ ৫ কোটির অধিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad