India Against Terrorism : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় শহীদ ১ সেনা জ‌ওয়ান, সন্ত্রাসবাদ বিষয়ে বিদেশ সফরে যৌথ সংসদীয় দল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

India Against Terrorism : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় শহীদ ১ সেনা জ‌ওয়ান, সন্ত্রাসবাদ বিষয়ে বিদেশ সফরে যৌথ সংসদীয় দল

Share This


 নতুন দিল্লি, ২২ মে : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় সিংহপোরা চতরু এলাকার জঙ্গলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আজ সকালে নিরাপত্তা বাহিনীর গুলির সংঘর্ষ শুরু হয়।এই ঘটনায় শহীদ হয়েছেন এক জওয়ান। কিশতয়ারের সিংহপোরা চতরু গ্রামের শারি ও মন্দ্রাল ধোক এলাকায় বেশ কয়েক জন জঙ্গি  লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে, আজ সকাল থেকে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। সকাল সাতটা নাগাদ শুরু হয় গুলি বিনিময়। বেশ কয়েক ঘন্টা যাবত গুলি বিনিময় চলে বলে খবর।

 এদিকে সীমান্তপারে সন্ত্রাস এর বিরুদ্ধে দেশ যেভাবে কাজ করছে তা বিশ্বের সামনে তুলে ধরতে দেশের এক সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রথম দিন জাপানের টোকিওতে পৌঁছে সেখানকার বিদেশমন্ত্রী তাকেসি সাইওয়ার সঙ্গে মিলিত হন। পরে তারা জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসিহিদী সুগার সঙ্গেও দেখা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার জন্য তারা জাপানকে ধন্যবাদ জানান। সন্ত্রাসের কাছে ভারত কোনোভাবেই মাথা নত করবে না বলেও প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে।



অপরদিকে ডিএমকে সাংসদ কানিমোড়ি করুনানিধির নেতৃত্বে তৃতীয় প্রতিনিধি দলটি পাঁচ দেশ সফরে আজই রওনা হয়েছে। এরা স্পেন, গ্রীস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফর করবে। দিল্লী থেকে রওনা হওয়ার আগে দলনেত্রী কানিমোড়ি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একত্রিত হতে হবে।



সর্বদলীয় সাংসদ দলের বিষয়ে নতুন দিল্লীতে আজ সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এটি একটি রাজনৈতিক মিশন। সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সঙ্কল্পের কথা তুলে ধরতেই এই মিশন হাতে নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত চায় তুরস্ক, পাকিস্তানকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ বন্ধ করতে আবেদন জানাক।


প্রসঙ্গ ক্রমে শ্রী জয়সওয়াল বলেন পাকিস্তানের সঙ্গে যেকোনো রকম আলাপ আলোচনায় দ্বিপাক্ষিক স্তরেই হবে ।  তিনি বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে হতে পারে না। শ্রী জয়সওয়াল বলেন, কয়েকবছর আগে পাকিস্তানকে দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গীদের এদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে কথাবার্তা বলতে ভারত প্রস্তুত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad