World Hepatitis Day : উদয়পুরে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

World Hepatitis Day : উদয়পুরে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী

Share This


 উদয়পুর, ২৮ জুলাই : সমগ্র বিশ্বের সঙ্গে ভারতবর্ষও হেপাটাইটিসের প্রকোপ থেকে মুক্ত নয়। সারা বিশ্বে প্রতি বছর হেপাটাইটিসের আক্রমণে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ মানুষের জীবন দিতে হয়। এই মারণ ব্যাধি থেকে ত্রিপুরাকে রক্ষা করার জন্য ত্রিপুরা সরকার হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ে তোলার কাজ শুরু করেছে। সোমবার উদয়পুরে রাজর্ষি কলাক্ষেত্রে বিশ্ব হেপাটাইটিস দিবসের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১০ সাল থেকে পুরো বিশ্বকে হেপাটাইটিস মুক্ত করে গড়ে তোলার জন্য কর্মসূচি শুরু করেছে। সমগ্র ভারতবর্ষে বর্তমানে প্রায় চার কোটি মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত এবং ত্রিপুরাতে প্রায় ৩.৬ শতাংশ লোক এই রোগে আক্রান্ত। এই মহামারি থেকে সমগ্র ভারত তথা ত্রিপুরা রাজ্যকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে কাজ চলছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত এবং রাজ্যেই এখন সমস্ত জটিল রোগের অপারেশন হচ্ছে।

অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, প্রতিবছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন করা হয়। দিবসটির উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। রোগনির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য তিনি পরামর্শ দেন। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডা. তপন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা প্রোগ্রাম অফিসার ড. সৌমিক চক্রবর্তী এবং সভাপতিত্ব করেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং।






Oparation Sindoor : অপারেশন সিন্দুর নিয়ে আগামী কাল লোকসভায় আলোচনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad