Road Accident : কসবেশ্বরী মন্দির থেকে ফেরার পথে ইকো-স্কুটিতে সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ব্যাঙ্ক কর্মী ও তার স্ত্রীর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : কসবেশ্বরী মন্দির থেকে ফেরার পথে ইকো-স্কুটিতে সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ব্যাঙ্ক কর্মী ও তার স্ত্রীর

Share This

 


আগরতলা, ১৭ আগস্ট : আবারো বেপরোয়া যানের বলি হলো দুটি তাজা প্রাণ। যাত্রী বুঝাই ইকো গাড়ির সাথে কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্বামী-স্ত্রীর। ঘটনা রবিবার বিকেলের আগরতলা কমলা সাগর সড়কের গাকুলনগর এলাকায়। জানা গেছে খোয়াইয়ের বাসিন্দা দিবাকর ঘোষ ভাড়া থাকেন আগরতলা রামনগরে। তিনি চাকরি করেন বিলোনিয়া গ্রামীণ ব্যাঙ্কে। এদিন বাবা, মা এবং মাসির সাথে গাড়িতে চেপে কসবা মন্দিরে যান দিবাকর ও তার স্ত্রী প্রিয়াংকা ঘোষ। মন্দিরে দর্শনের পর পরিবারের সবাইকে গাড়িতে তুলে দিয়ে দিবাকর আবদার করেন তিনি এবং প্রিয়াঙ্কা স্কুটিতে চেপে সিপাহিজলা নৌকাঘাটে যাবেন। তখনই গকুলনগর টিএসআর ক্যাম্পের কাছে আসতেই তাদের স্কুটিতে ধাক্কা দিয়ে মেরে ফেলে মারুতি ইকো গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। 

দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ও টিএস‌আর ক্যাম্পের জোয়ানরা গাড়ি করে দিবাকর ঘোষ কে দ্রুত হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়, অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষ কে পাঠানো হয় বিশালগড় হাসপাতালে । বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক প্রিয়াঙ্কা ঘোষকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে হাঁপানিয়া হাসপাতালে দিবাকর ঘোষকেও মৃত বলে ঘোষণা করে।


হাসপাতালে মৃত দিবারের পরিবারের লোকজন জানায়, ছেলের সেই আবদার পূরণ করতে রবিবার দুপুরে ছুটে আসে, কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দিরে দিবাকর ঘোষ তার স্ত্রী প্রিয়াংকা ঘোষ সহ দিবাকর ঘোষের মা বাবা ও মাসি। কসেশ্বরী মায়ের মন্দিরের পূজো দিয়ে মাকে ছেলে দিবাকর ঘোষ বলে মা বাবা মাসি তোমরা অন্য গাড়ি করে বাড়ি চলে যাও আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বিশালগড় নৌকা ঘাট ঘুরে বাড়ি আসছি। সেই কথা বলেই দিবাকর ঘোষ ও তার স্ত্রী প্রিয়াংকা ঘোষ TR01AW9205 নাম্বারের স্কুটি নিয়ে কসেশ্বরী মায়ের মন্দির থেকে সিপাহী জলা নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পেছন অন্য গাড়ি করে দিবাকর ঘোষের মা বাবা মাসি আসছেন। হঠাৎ দেখতে ফটিক ঘোষ দিবাকরের বাবা দেখতে পায় গোকুলনগর টিএসআর ক্যাম্পের পাশে প্রচন্ড লোকজন রাস্তায় ভিড় জমে আছে। গাড়ি থেকে নেমে দেখতে পায় ছেলে দিবাকর ঘোষ পুত্রবধূ প্রিয়াংকা ঘোষ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। 


এইভাবে কসবেশ্বরী মায়ের মন্দিরে পূজো দিয়ে বাড়ি ফেরার পথে একসাথে নব দম্পতির মৃত্যু স্তম্ভিত  হয়ে পড়েন সবাই। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশালগড় থানা পুলিশ। ফটিক ঘোষের একমাত্র ছেলে দিবাকর ঘোষ, অন্যদিকে প্রিয়াঙ্কা ঘোষ ছিল তার পরিবারের একমাত্র কন্যা। দিবাকর ঘোষ বিলোনিয়া ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন‌। তাদের মৃত্যুতে ঘোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।





Blood Donation : এডিনগরস্থিত অরবিন্দ সংঘে রক্তদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, স্বেচ্ছায় রক্তদান এখন রাজ্যে গণজাগরণের রূপ পাচ্ছে

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad