Government Orders: দুর্গাপূজায় সীমিত কর্মীতে চলবে সরকারি অফিস, মাত্র ৩ ঘন্টা ডিউটি করা কর্মীরা পাবেন ১ দিনের কম্পেনসেটরি লীভ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Government Orders: দুর্গাপূজায় সীমিত কর্মীতে চলবে সরকারি অফিস, মাত্র ৩ ঘন্টা ডিউটি করা কর্মীরা পাবেন ১ দিনের কম্পেনসেটরি লীভ

Share This

 

দুর্গাপূজা উৎসব উপলক্ষে ২৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর, ২০২৫ পর্যন্ত রাজ্য সরকারি দপ্তরসমূহ বন্ধ থাকবে। তবে সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরে একটি ‘স্কেলেটন স্টাফ’ বা সীমিত সংখ্যক কর্মীকে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করার।

আগরতলা, ১০ই সেপ্টেম্বর : ত্রিপুরা রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (এসএ) দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে ২৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর, ২০২৫ পর্যন্ত রাজ্য সরকারি দপ্তরসমূহ বন্ধ থাকবে। তবে সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরে একটি ‘স্কেলেটন স্টাফ’ বা সীমিত সংখ্যক কর্মীকে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করার।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১, ২, ৩ ও ৪ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ন্যূনতম তিন ঘণ্টা কর্মীদের উপস্থিত থাকতে হবে, যাতে জরুরি ও গুরুত্বপূর্ণ নথি বা কাজ সময়মতো সম্পন্ন হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এ বিষয়ে রোস্টার ডিউটি চার্ট তৈরি করে সাধারণ প্রশাসন দপ্তরে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।


সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সময়ে দায়িত্বে থাকা কর্মীরা যাতে বঞ্চিত না হন, সে কারণে সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে যারা দুর্গাপূজার ছুটিতে দপ্তরে ডিউটি করবেন, তারা নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে ক্ষতিপূরণমূলক ছুটি (compensatory leave) পাবেন। অর্থাৎ, উৎসবের সময় ডিউটি করতে হলেও পরে সমপরিমাণ ছুটি ভোগের সুযোগ থাকবে তাদের হাতে। কর্মীদের আবেদনের ভিত্তিতে সেই ছুটি অনুমোদন করা হবে।


সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দপ্তরের প্রধান বা অফিস প্রধানরা যেন নিশ্চিত করেন যে কোনো গুরুত্বপূর্ণ নথি বা জরুরি কাজ ফেলে না থাকে। সেই কারণেই প্রতিটি দপ্তরে সীমিত সংখ্যক কর্মীর মাধ্যমে ন্যূনতম কাজ সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে।


এই সিদ্ধান্তে সাধারণ কর্মীদের স্বার্থ রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চালু রাখার মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে সচেতন মহল। দুর্গাপূজার ছুটিতেও দায়িত্ব পালন করতে হবে বটে, তবে ক্ষতিপূরণমূলক ছুটি (compensatory leave) পাওয়ার আশ্বাস কর্মীদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।





Vice President Elections : উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ,  ৪৫২ ভোট পেয়ে জয়ী হলেন শাসক জোট প্রার্থী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad