Vice President Elections : উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ, ৪৫২ ভোট পেয়ে জয়ী হলেন শাসক জোট প্রার্থী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Vice President Elections : উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ, ৪৫২ ভোট পেয়ে জয়ী হলেন শাসক জোট প্রার্থী

Share This

 

দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণান নিশ্চিতভাবে জয়ী হয়েছেন। মোট ৭৬৭টি বৈধ ভোটের মধ্যে তিনি এককভাবে পেয়েছেন ৪৫২টি ফার্স্ট প্রেফারেন্স ভোট।

আগরতলা, ৯ সেপ্টেম্বর : দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থী তথা মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণান নিশ্চিতভাবে জয়ী হয়েছেন। মোট ৭৬৭টি বৈধ ভোটের মধ্যে তিনি এককভাবে পেয়েছেন ৪৫২টি ফার্স্ট প্রেফারেন্স ভোট। অপরদিকে বিরোধী শিবিরের প্রার্থী, প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। নির্বাচনী প্রক্রিয়ায় ১৫টি ভোট বাতিল হয়েছে পদ্ধতিগত ভুলের কারণে।


নির্বাচনের শুরু থেকেই এনডিএ-র জয়ের সম্ভাবনা প্রবল ছিল। কাগুজে হিসাবে শাসকজোটের পক্ষে ৪২৫ ভোট থাকার কথা। পাশাপাশি জোটসঙ্গী ও ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন এনডিএর শক্তিকে আরও বাড়িয়েছে। নির্দল সাংসদদের একাংশও প্রকাশ্যে এনডিএ প্রার্থীকে সমর্থন করেন। ফলে এনডিএর চ্যালেঞ্জ ছিল শুধু আগেরবারের ব্যবধানের কাছাকাছি যাওয়া। ২০২২ সালের নির্বাচনে জগদীপ ধনখড় বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়েছিলেন। এবারে সেই ব্যবধান কিছুটা হলেও কমে এল।


ভোটাভুটির পর ক্রস ভোট হয়েছে কিনা, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। বিরোধী শিবির দাবি করেছে, তাদের ৩১৫ জন সাংসদই নির্ভুলভাবে ভোট দিয়েছেন এবং কোনও ক্রস ভোট হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ একে সংসদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে আখ্যা দিয়েছেন। তবে ফলাফলে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট প্রত্যাশার তুলনায় কম ভোট পেয়েছে, অন্যদিকে এনডিএ সামান্য হলেও অতিরিক্ত ভোট অর্জন করেছে। রাজনৈতিক মহলের মতে, কিছু ক্ষেত্রে ক্রস ভোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত আপ সাংসদ স্বাতী মালিওয়াল প্রকাশ্যে বিজেপির সমর্থনের কথা জানানোর পর এই জল্পনা আরও জোরালো হয়েছে।


৭৮১ জন সাংসদের ইলেকটোরাল কলেজ থাকলেও ভোট দেন ৭৬৭ জন। অনুপস্থিত ছিলেন ১৪ জন সাংসদ। বাতিল হওয়া ১৫ ভোট কাদের ছিল, তা এখনও স্পষ্ট নয়। নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা।


 দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া এনডিএ মনোনীত প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, "ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সি.পি. রাধাকৃষ্ণন জিকে আন্তরিক অভিনন্দন জানাই। তাঁর নতুন দায়িত্বপথে রইল উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা।" তিনি বলেন, আমি বিশ্বাস করি, তাঁর বিস্তৃত জ্ঞান এবং সমৃদ্ধ অভিজ্ঞতা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং দেশের সাংবিধানিক মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Tribal Welfare : জনজাতি ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ক্রয়ে সরকারি সহায়তার নতুন বিজ্ঞপ্তি জারি, এখন আর লাগবে না ইনকাম সার্টিফিকেট




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad