আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের তরফে ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ক্রয়ে সহায়তার বিষয়ে নতুন এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ত্রিপুরা সরকারের “Cash in lieu of Free Text Book to ST Students” প্রকল্পের আওতায় এবার থেকে ছাত্রছাত্রীদের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে না। সরকারি হোক বা বেসরকারি, উভয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে।
২০২৫-২৬ অর্থবর্ষে এই সুবিধার জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম (BMS) পোর্টালের মাধ্যমে। আবেদনের নির্দিষ্ট সময়সীমা এবং যাচাইকরণের শেষ তারিখও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইনস্টিটিউট নোডাল অফিসার (INO)-দের অনলাইন আবেদনের শেষ তারিখ ২৬শে সেপ্টেম্বর ২০২৫। জেলা নোডাল অফিসার (DNO)-দের যাচাই করার শেষ তারিখ ১৭ই অক্টোবর ২০২৫ এবং রাজ্য নোডাল অফিসার (SNO)-দের যাচাইয়ের শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০২৫।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
১. স্কুল ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি।
২. এসটি সার্টিফিকেট।
৩. পূর্ববর্তী শ্রেণি/সেমিস্টার/বছরের মার্কশিট।
৪. পরিবারের রেশন কার্ড নম্বর (উপভোক্তার নাম অবশ্যই একই রেশন কার্ডে থাকতে হবে)।
৫. উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
অন্যান্য নির্দেশাবলী:
প্রতিটি যোগ্য ছাত্রছাত্রীকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
যেসব স্কুল এখনও বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হয়নি, তাদের দ্রুত জেলা উপজাতি কল্যাণ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ইনস্টিটিউট নোডাল অফিসারদের প্রতিটি অনুমোদিত আবেদনের জন্য ১০ টাকা করে সম্মানী দেওয়া হবে। জেলা নোডাল অফিসারদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নতুন সিদ্ধান্তের ফলে ত্রিপুরার এসটি ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক ক্রয়ে আর্থিক সুবিধা পাওয়া অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন