Maan Ki Baat : উৎসবের আমেজে ঐক্য, স্বদেশী ও সংস্কৃতির বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Maan Ki Baat : উৎসবের আমেজে ঐক্য, স্বদেশী ও সংস্কৃতির বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে

Share This

 


নয়াদিল্লি, ২৬ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৭তম পর্বে দেশবাসীর উদ্দেশে গভীর বার্তা দেন। দীপাবলী ও ছট উৎসবের আবহে তিনি দেশের ঐক্য, সংস্কৃতি, প্রকৃতি এবং সামাজিক সঙ্গতির প্রশংসা করেন। ছটকে “সংস্কৃতি, সমাজ ও প্রকৃতির মিলনের উৎসব” বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ছটের ব্রত পালনকারী নারীদের নিষ্ঠা ও সমর্পণ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।”


প্রধানমন্ত্রী এদিন স্বদেশী পণ্য ক্রয় ও জিএসটি বচত উৎসবের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, দেশজুড়ে মানুষ স্বদেশী জিনিস কেনার আগ্রহ দেখিয়েছেন। এছাড়া স্বচ্ছতা অভিযানে ছত্তিশগড়ের অম্বিকাপুরের গার্বেজ ক্যাফেবেঙ্গালুরুর হ্রদ পুনরুজ্জীবন উদ্যোগ-এর প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “দৃঢ় সংকল্প থাকলে পরিবর্তন আসবেই।”


গুজরাটে বন বিভাগের ম্যানগ্রোভ রোপণ কর্মসূচির সাফল্যের কথাও উল্লেখ করেন মোদী। ধোলেরা অঞ্চলে ৩,৫০০ হেক্টর এলাকায় ম্যানগ্রোভের বিস্তারের ফলে স্থানীয় ইকো-সিস্টেমে ইতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি জানান। দেশীয় প্রজাতির কুকুরদের প্রশিক্ষণ ও নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, বিএসএফ ও সিআরপিএফ এখন ভারতীয় প্রজাতির কুকুর ব্যবহার করছে। তিনি বলেন, “এই কুকুরদের সাহস ও কর্মদক্ষতা আমাদের গর্বিত করেছে।”


৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রান ফর ইউনিটি’-তে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মোদী। তিনি ওড়িশার কোরাপুট কফি-র প্রশংসা করে বলেন, “কফি কেবল স্বাদে নয়, এটি সমৃদ্ধিরও প্রতীক হয়ে উঠেছে।” একইসঙ্গে তিনি ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এবং পরামর্শ পাঠানোর অনুরোধ করেন ‘#VandeMataram150’-এর মাধ্যমে।


এদিন প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার পুনর্জাগরণের কথাও বলেন, উল্লেখ করেন তরুণ প্রজন্মের সৃজনশীল উদ্যোগের কথা। শেষে, প্রধানমন্ত্রী কোমারম ভীমভগবান বিরসা মুন্ডার মতো আদিবাসী নেতাদের অবদান স্মরণ করে আসন্ন জনজাতীয় গৌরব দিবস-এর শুভেচ্ছা জানান এবং সমাজসেবামূলক উদ্যোগে অংশ নেওয়ার জন্য দেশবাসীকে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, “সংস্কৃতি, ঐক্য ও স্বদেশপ্রেমই ভারতের চিরন্তন শক্তি। এই শক্তিকেই আমাদের আরও সুদৃঢ় করতে হবে।”







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad