আমবাসা, ১৭ নভেম্বর : ধলাই জেলার কমলপুর থানার সাইকা বাড়ী এলাকায় ২০৮ নং জাতীয় সড়কে ঘটে গেলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক গাড়ীর চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তিনি ১২ চাকার একটি তেলের ট্যাঙ্কার চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আসাম থেকে সবজি বোঝাই করে আগরতলার দিকে আসছিলো AS 28 AC 0890 নম্বরের কেন্ট্রার ট্রাকটি। ট্রাকটি যখন সাইকা বাড়ী এলাকায় পৌঁছায়, ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আগরতলার উদ্দেশে NL 01K 2604 নম্বরের একটি ১২ চাকার তেলের ট্যাঙ্কার সেখানে আসে। হঠাৎই দুই গাড়ীর মধ্যে তীব্র গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতোটাই প্রবল ছিলো যে মুহূর্তের মধ্যেই দুটি গাড়ী দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান। তারা দ্রুত পুলিশ ও দমকল কর্মীরদের খবর দেয়। কিন্তু তেলের ট্যাঙ্কারের চালককে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে বের করার আগেই তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার দেহ গাড়ীর ভেতরেই কিছুক্ষণ আটকে ছিলো বলে জানা গেছে।
অপরদিকে, সবজি বোঝাই ট্রাকের চালক মোস্তফা (৩২), যার বাড়ি আসামের দরং জেলায়, গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কমলপুর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাকে ধলাই জেলা হাসপাতাল, কুলাই-এ রেফার করেন। তার অবস্থা এখনও সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুইটি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচলে সুবিধা করার কাজে হাত লাগান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণহীনতার কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহত চালকের পরিচয় জানতে এবং দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন