আগরতলা, ১৪ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু রবিবার সন্ধ্যায় নন্দননগরে দেবরাম গ্রাম পঞ্চায়েতের সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের দ্বিতীয় বার্ষিক উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সাপ্তাহিক সংস্কৃতি হাট বাঙালিদের চিরাচরিত সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোকাল ফর লোকালের যে শ্লোগান দিয়েছেন তা পূরণে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট অনন্য নজির স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজ্যপাল বলেন, এই হাটের মাধ্যমে স্থানীয়রা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে পারলে অর্থনৈতিক দিক দিয়ে তারা আরও সমৃদ্ধ হবেন। এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্যে তিনি বাংলা সংস্কৃতি বলয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ তার বক্তব্যে সাপ্তাহিক সংস্কৃতি হাট রাজ্যের চিরাচরিত সংস্কৃতি রক্ষায় বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক রতন চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানের শেষে রাজ্যপাল কালচারাল হাট ঘুরে দেখেন এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন