Election Commission : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ ৮ রাজ্যে অবজারভার নিয়োগ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Election Commission : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ ৮ রাজ্যে অবজারভার নিয়োগ

Share This

 


নতুন দিল্লি, ১২ ডিসেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ,কেরালা সহ ৮ টি রাজ্যের জন্য বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে। কমিশন জানিয়েছে ইতোমধ্যেই বিশেষ রোল অবজারভাররা কাজ শুরু করেছেন। ২০২৬ এর ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত ,সপ্তাহে দুদিন করে এই রাজ্যগুলিতে তারা যাবেন বলে জানানো হয়েছে। 


শুক্রবার নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই) এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) কার্যক্রমকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও কার্যকর করতে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থান—এই আটটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিশেষ রোল পর্যবেক্ষক (Special Roll Observers – SRO) নিয়োগ করেছে।


ইতোমধ্যে পর্যবেক্ষকেরা তাঁদের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে দু’দিন সংশ্লিষ্ট রাজ্যগুলোতে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, তাঁদের মূল দায়িত্ব হবে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা, যাতে কোনো যোগ্য ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনোভাবেই অযোগ্য ব্যক্তি তালিকাভুক্ত না হন।


SRO-রা জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তাঁদের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি শুনবেন এবং সেগুলি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে ধরবেন।


এছাড়া, প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) এবং জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) সঙ্গে নিয়মিত বৈঠকে অংশ নেবেন SRO-রা। প্রয়োজন অনুসারে এই বৈঠক সরাসরি উপস্থিত থেকে বা ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে পারে। লক্ষ্য—পুরো প্রক্রিয়াটি যাতে আইনগত নিয়ম মেনে, স্বচ্ছতা বজায় রেখে এবং সর্বোচ্চ জনঅংশগ্রহণ নিশ্চিত করে সম্পন্ন হয়।


নির্বাচন কমিশন জানিয়েছে, SIR হলো ভোটার তালিকার গুণগত মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা ভবিষ্যতের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কমিশনের ডেপুটি ডিরেক্টর পি. পবন এক বিবৃতিতে বলেন, “যোগ্য ভোটারদের তালিকাভুক্ত করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার এই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতেই বিশেষ পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে।”




Mukhyamantri Samipeshu : দুটি পরিবারকে আর্থিক সহায়তা ও পুনরায় সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad