আগরতলা, ১০ ডিসেম্বর : স্ত্রী-সন্তানকে স্কুলে নামিয়ে বাড়ি ফেরার পথে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে প্রাণ হারালেন এক তরুণ রংমিস্ত্রি। গর্জনিয়া এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত যুবকের নাম শ্যামল পাটারী (৩২)। তিনি উত্তর চন্দনগর ব্লকের লক্ষ্মীপুর পঞ্চায়েতের গর্জনিয়া গ্রামের বাসিন্দা।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বুধবার সকালে স্ত্রী ও সন্তানকে স্কুলে নামিয়ে বাড়ি ফিরছিলেন শ্যামল। স্কুল থেকে প্রায় একশো মিটার দূরত্বে হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি ভারী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইকটি রাস্তার একদিকে ছিটকে পড়ে, এবং শ্যামল ঘটনাস্থলেই প্রাণ হারান। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ।
গ্রামের মানুষজন জানিয়েছেন, শ্যামল পেশায় রংমিস্ত্রি হলেও ছিলেন শান্ত স্বভাবের ও অত্যন্ত পরিশ্রমী। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি প্রতিদিন ভোরে বেরিয়ে কঠোর পরিশ্রম করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে নিস্তব্ধতা। বৃদ্ধ বাবা বাবুল পাটারী দীর্ঘদিন ধরেই প্যারালাইসিসে আক্রান্ত। সংসারের একমাত্র রোজগেরে শ্যামলের মৃত্যুর পর পরিবারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ আরও গাঢ় হয়ে উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গর্জনিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ওই সড়কে অতিরিক্ত গতিতে ভারী যান চলাচলের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত রাস্তা সংস্কার ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন। পুলিশ লরিটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন