Tragic Insident : বহিঃ রাজ্যে দুর্ঘটনায় নিহত ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Insident : বহিঃ রাজ্যে দুর্ঘটনায় নিহত ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষিকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ৮ ডিসেম্বর : আগরতলার রামনগর এলাকার তরুণ ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাসের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ সমগ্র এলাকায়। কয়েকদিন আগে দিল্লি-লখনউ জাতীয় সড়কে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার তার মরদেহ আগরতলায় পৌঁছালে বাড়িতে শোকের মাতম শুরু হয়। মা-বাবা, আত্মীয়-পরিজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।


এই দুঃখজনক পরিস্থিতে শ্রদ্ধা জানাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে বাড়িতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। তারা সকলেই সপ্তর্ষির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


উল্লেখযোগ্যভাবে, একাধিকবার বিমান পরিষেবা বাতিল হওয়ায় সপ্তর্ষির মরদেহ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে আনা হয়। গুয়াহাটি হয়ে সোমবার দেহ আগরতলায় পৌঁছায়। দীর্ঘ প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ কফিনবন্দি অবস্থায় মরদেহের সঙ্গে ছিলেন সপ্তর্ষির ছোট মামা এবং দুই জ্যাঠতুতো দাদা। তাঁদের এই হৃদয়বিদারক যাত্রা আরও একবার স্মরণ করিয়ে দেয় পরিবারটির গভীর বেদনার চিত্র।






Sports Events : শালবাগানস্থিত টাস্কার বি এস এফ গলফ কোর্সে ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad