আগরতলা, ০১ জানুয়ারি : আগামীকাল থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে জ্ঞানের উৎসব, মননের উৎসব—৪৪তম আগরতলা বইমেলা। আগামীকাল বিকাল ৪টায় ১৩ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বইপ্রেমী মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য বইমেলা।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা, বিশিষ্ট লেখক নরেশ দেববর্মা ও মিলনকান্তি দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক মিনা রাণী সরকার।
বইমেলা উপলক্ষ্যে ইতিমধ্যেই হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জা ও নানান শৈল্পিক উপকরণে। এবছরের বইমেলার মূল ভাবনা বা থিম রাখা হয়েছে ‘বন্দেমাতরম’। এবারের বইমেলায় মোট ১৮৩টি স্টল খোলা হয়েছে, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশক ও বই বিক্রেতারা তাদের বিপুল সম্ভারের বই সাজিয়ে তুলেছেন।
প্রতিবছরের মতো এবছরও বইমেলাকে ঘিরে থাকছে নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে কবি সম্মেলন, নতুন বই প্রকাশ, আলোচনাচক্র, কুইজ প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোকচিত্র প্রদর্শনী। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
বইপ্রেমীদের যাতায়াতের সুবিধার্থে এবছরও আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। চন্দ্রপুর বাস স্ট্যান্ড, রাধানগর বাস স্ট্যান্ড এবং রবীন্দ্র ভবনের সামনে থেকে প্রতিদিন মেলা চলাকালীন সময়ে এই বাস পরিষেবা চালু থাকবে। বইমেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হতে চলেছে এবারের ৪৪তম আগরতলা বইমেলা—এমনটাই আশা বইপ্রেমী মহলের।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন