আগরতলা, ১৪ জানুয়ারি : পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলা স্পেশাল পুলিশ অফিসার (SPO) ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযোগকারী সানতু দেবের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শহরের কলেজ টিলা এলাকার নিজ বাসভবন থেকে অভিযুক্ত স্বামী–স্ত্রীকে গ্রেফতার করা হয়।
ধৃতদের পরিচয়, মহিলা এসপিও রিঙ্কু দাস (দেব) এবং তাঁর স্বামী বাঁধন দেব। বাঁধন দেব একজন (১০৩২৩) চাকরিচ্যুত শিক্ষক বলে জানা গেছে। তাঁদের বাড়ি কলেজ টিলা গান্ধী স্কুল এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত স্বামী–স্ত্রী মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছে। অভিযোগকারী সানতু দেব জানান, প্রথমে বিশ্বাস অর্জনের জন্য নানা প্রভাবশালী যোগাযোগ ও চাকরি সংক্রান্ত ভুয়ো নথির কথা বলা হয়। ধাপে ধাপে টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত চাকরি তো হয়ইনি, উল্টে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপরই তিনি আইনের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রতারণার ধারায় মামলা রুজু করে। এই ঘটনায় পূর্ব থানায় মামলা নং ০১/২০২৬ নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর ধৃত স্বামী–স্ত্রীকে বুধবার আদালতে তোলা হয়। পুলিশ আদালতে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছে বলে জানা যায়। পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে এবং তদন্তে আরও প্রতারণার ঘটনার তথ্য উঠে আসতে পারে।
এই ঘটনার পর কলেজ টিলা ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে চাকরি দেওয়ার নামে প্রতারণা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের প্রলোভনে না পড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন