Run For Unity 2022 : রাষ্ট্রীয় একতা দিবসের প্রভাতে আগরতলার রাজপথে সপার্ষদ হাঁটলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Run For Unity 2022 : রাষ্ট্রীয় একতা দিবসের প্রভাতে আগরতলার রাজপথে সপার্ষদ হাঁটলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ৩১ অক্টোবর : সোমবার 'রাষ্ট্রীয় একতা দিবস' উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি উপস্থিত সকলকে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান। পরে উপস্থিত অতিথিবর্গ সহ সকলকে নিয়ে আগরতলার রাজপথে রান ফর ইউনিটিতে অংশ নেন তিনি।




 এই অনুষ্ঠান সম্পর্কে  নিজের সামাজিক মাধ্যমে লিখতে গিয়ে  মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, "এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার জন্য যিনি জীবনের প্রতিটি মুহূর্ত সমর্পণ করেছেন, সেই মহান দেশনায়ক লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের শুভ জন্মদিন উপলক্ষে আজ সমগ্ৰ দেশবাসীর সহিত আমরাও "রান ফর ইউনিটি" তে  অংশগ্রহণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই মূল অনুষ্ঠানের সূচনায় রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, সাংসদ, পুর নিগমের মেয়র, মুখ্যসচিব, পুলিশের মহানির্দেশক, প্রশাসনের পদস্থ আধিকারিকগণ এবং সমস্ত অংশের নাগরিকদের উপস্থিতে দেশের একতা এবং অখণ্ডতা রক্ষার শপথ গ্ৰহণ করি। আজ সমগ্র দেশ একতার বার্তা নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণশক্তিতে পরিপূর্ণ। এই 'একতা' অক্ষুন্ন থাকুক এবং আরও সুদৃঢ় হোক -এই মহান দিনে প্রত্যাশা রাখি।"




Indian Psychiatric Society : ত্রিপুরা রাজ্য শাখার বার্ষিক সম্মেলন মনোরোগ বিশেষজ্ঞদের সমাজের প্রতি দায়িত্বের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad