Wildlife Week Program : সিপাহীজলা অভয়ারণ্যে রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ উদযাপিত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Wildlife Week Program : সিপাহীজলা অভয়ারণ্যে রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ উদযাপিত

Share This


 বিশালগড়, ৩০ অক্টোবর : জৈব বৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। বন্যপ্রাণী ছাড়াও প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়বে। সিপাহীজলা অভয়ারণ্যে গতকাল রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। বন দপ্তরের উদ্যোগে শনিবার সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, পর্যটনের ক্ষেত্রেও বন্যপ্রাণী ও অভয়ারণ্যের আকর্ষণ রয়েছে। পর্যটন শিল্পের বিকাশে এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রকৃতিতে বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে আগামী প্রজন্মকে আরও সচেতন করে তুলতে হবে।


 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা অভয়ারণ্যের ওয়ার্ডেন বিশ্বজিৎ দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন প্রবীন আগরওয়াল। রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পীগণ হজাগিরি, বিহু, মসক সুমানি নৃত্য পরিবেশন করেন। রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ক্যুইজ ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।




Land Revenue System : রাজ্যে জমির ম্যাপ উন্নতিকরণের ক্ষেত্রে ভূ-নক্সা সফটওয়ার চালু করা হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad