Banking : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের নতুন ১০১টি 'বিজনেস করেসপন্ডেন্ট সেন্টার'-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Banking : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের নতুন ১০১টি 'বিজনেস করেসপন্ডেন্ট সেন্টার'-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২৮ নভেম্বর : আজ আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী লেন স্থিত নিজের সরকারী বাসভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ১০১টি নতুন 'বিজনেস করেসপন্ডেন্ট সেন্টার'-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।  উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিং,  মুখ্যসচিব জেকে সিনহা সহ পদস্থ আধিকারিকরা।


অনলাইন মাধ্যমে এক সাথে ১০১টি বিজনেস করেসপন্ডেড সেন্টারের উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যের গ্রামীন এলাকার মানুষের আর্থিক অবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। নতুন ১০১টি মিলিয়ে মোট ৪৯৮ টি 'বিজনেস করেসপন্ডেন্ট সেন্টার' আগামী দিনে গ্রামাঞ্চলের মানুষের স্বার্থে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


উল্লেখ্য ১৯৭৬ সালের ২১শে ডিসেম্বর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তার যাত্রা শুরু করার পর থেকে, গ্রামাঞ্চলের সাধারণ মানুষদের ব্যাংকিং পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে তাদের ১৪৮ টি ব্রাঞ্চ, ১৭ টি আলট্রা স্মল ব্রাঞ্চ এবং ১টি আর এস ই টি আই রয়েছে। এর মধ্যে এইপিএস এর মাধ্যমে পেমেন্ট করা, ডিপোজিট, ব্যালান্স ইনকোয়ারি, ফান্ড ট্রান্সফার, স্বসহায়ক দলের সঙ্গে ট্রানজেকশন, পাসবুকের প্রিন্টিং করা, নতুন অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে 'বিজনেস করেসপন্ডেন্ট সেন্টার'।


এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে  ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে ১০১ টি নতুন বিজনেস করেসপন্ডেন্ট সেন্টারের উদ্বোধন হয়েছে, এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে ২২টি, সিপাহীজলা জেলায় ১৪ টি, গোমতী জেলায় ১২টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৬ টি, ধলাই জেলায় ৯টি, উত্তর ত্রিপুরায় ৭টি এবং ঊনকোটিতে ৫ টি।



Football Tournament : রাখাল স্মৃতি নকআউট ফুটবলে চেম্পিয়ানের শিরোপা অর্জন করলো এগিয়ে চলো সংঘ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad