Football Tournament : রাখাল স্মৃতি নকআউট ফুটবলে চেম্পিয়ানের শিরোপা অর্জন করলো এগিয়ে চলো সংঘ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Football Tournament : রাখাল স্মৃতি নকআউট ফুটবলে চেম্পিয়ানের শিরোপা অর্জন করলো এগিয়ে চলো সংঘ

Share This

 


আগরতলা, ২৭ নভেম্বর : খেলাধুলা সৌভ্রাতৃত্ব গড়ার মধ্য দিয়ে জাতীয় সংহতিকে সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে নেশাকে দূরে রাখা সম্ভব। রাজ্যের বর্তমান সরকারও নেশার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়ে চলছে। এতে অনেকটা সফলতাও এসেছে। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  রাখাল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া ও যুববিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এমএল প্লাজা রাখাল স্মৃতি নকআউট ফুটবলের ফাইনালে আজ এগিয়ে চলো সংঘ ২-১ গোলে ফরোয়ার্ড ক্লাবকে পরাজিত করে চেম্পিয়ানের শিরোপা অর্জন করেছে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত চৌধুরী আরও বলেন, রাজ্য সরকার নেশা বিরোধী অভিযানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই অভিযানে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, খেলাধুলার পরিকাঠামো উন্নতিতেও সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৫ কোটি টাকা ব্যয়ে সিন্থেটিক অ্যাস্টোটা ফুটবল মাঠ তৈরী করা হয়েছে। এরকম আরও ৭টি অ্যাস্টোটার্ফ মাঠ আগামী কিছু দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে তৈরী করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএফএ'র সহসভাপতি চঞ্চল নন্দী প্রমুখ।



Political : ১৮ সূর্যমনিনগর মহিলা মোর্চার উদ্যোগে অশ্বিনী মার্কেটে সুশাসন জনসভাকে আস্তাবল ময়দানের সমাবেশের সাথে তুলনা করলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad