তেলিয়ামুড়া, ১৫ নভেম্বর : খোয়াই বনবীথি পার্কে মঙ্গলবার এক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, লোকসভার সাংসদ ড. মহেশ শর্মা, রাজ্যসভার সাংসদ সমীর ওরাং, উত্তর প্রদেশের এমএলসি ড. মহেন্দ্র সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আইটিডিসি'র চেয়ারম্যান সম্বিত পাত্ৰা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সম্ভোষ সাহা, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মুন্ডা সমাজের প্রধান সমাজপতি সুরেশ মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে মুন্ডা সমাজের পক্ষ থেকে পাগড়ি ও তির ধনুক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুন্ডা সমাজের ৮ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়াও বিরসা মুন্ডার মূর্তি নির্মাতা শিল্পী বিলোনীয়ার কৃষ্ণ দেবনাথকে সংবর্ধিত করা হয়।
স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডাকে আজ তার বলিদানের জন্য দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে বিরসা মুন্ডার জন্মদিবসকে জনজাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ভগবান বিরসা মুন্ডার জীবনী চর্চার মাধ্যমে দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তবেই বাস্তবিক অর্থে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপন স্বার্থক হবে। বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নিয়ে আত্মনির্ভর দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রীর সুশাসনে আমাদের দেশ দিনে দিনে উন্নত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সমাজের সকল অংশের মানুষের দায়িত্ব এ দেশকে বিশ্বের সর্বশ্রেষ্ট দেশে পরিণত করা। বিগত সরকারের আমলে উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরার তেমন উন্নতি হয়নি। কিন্তু বর্তমানে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নতিতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করছে।
On #JanjatiyaGauravDiwas, honoured to unveil a statue of Bhagwan Birsa Munda along with Tripura CM Shri @DrManikSaha2 ji in Khowai.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) November 15, 2022
Glad to address a public meeting on the occasion. pic.twitter.com/Is4amG4rUO
অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বিরসা মুন্ডা ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তীর ও ধনুক নিয়ে সংগ্রাম করেছেন। তাঁর আহ্বানে সমগ্র মুন্ডা সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে রাজ্যে ১৬টি একলব্য বিদ্যালয় হয়েছে। সরকার জাতি জনজাতি সকলের সার্বিক উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ভগবান বিরসা মুন্ডার আত্মবলিদানের কথা তুলে ধরেন। তিনি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতীয় দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, বিরসা মুন্ডার এই পূর্ণবায়ব মূর্তি নির্মাণে ২৫ লক্ষ টাকা খরচ হয়েছে।
Education : রাজ্যের ৬টি মহাবিদ্যালয়ে ইংরেজি ও বাংলা ভাষায় স্নাতকোত্তর কোর্স চালু হল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন